বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, হতাহত, ভোট বর্জন ও কারচুপির অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো চতুর্থ ধাপের পৌরসভার নির্বাচন। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল আটটায় শুরু হয় ভোট গ্রহণ। চলে বিকেল চারটা পর্যন্ত। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও ব্যালট পেপারের মাধ্যমে গ্রহণ করা এই ভোটে মেয়র পদে ২১৭ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে দুই হাজার ৭০ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে লড়ছেন ৬১৮ জন প্রার্থী।
এর আগে প্রথম ধাপে ২৮ ডিসেম্বর, ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ও তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি ভোট গ্রহণ করা হয়। এবার চতুর্থ ধাপে ভোট গ্রহণ করা হয় ৩৪টি জেলার ৫৫ পৌরসভায়। পঞ্চম ধাপের ভোট হবে ২৮ ফেব্রুয়ারি।
চতুর্থ ধাপের এই পৌরসভার নির্বাচনে চট্টগ্রামের পটিয়ায় ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আরও হতাহত, ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ভোট বর্জনের ঘটনা ঘটেছে। রয়েছে কারচুপির অভিযোগেও। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নেটিজেনরা।
জাকির হোসাইন লিখেন, ‘যে নির্বাচন গনতন্ত্রের প্রধান স্তম্ভ ,সেই নির্বাচন ব্যবস্থাকে আওয়ামীলীগ তামাশায় পরিণত করেছে। এই তামাশার শেষ কোথায় একমাত্র আল্লাহ জানেন।’
উপহাস করে এমডি সাহেব লিখেন, ‘ধন্যবাদ নির্বাচন কমিশনকে, আমাদের এমন বিশ্বসেরা নির্বাচন উপহার দেওয়ার জন্য।’
ফারুক মিয়া লিখেন, ‘সবচেয়ে ভালো হতো- ব্যালট পেপারে তিনটি নৌকা মার্কা থাকবে। এক নাম্বারে আওয়ামী লীগের মেয়র। দুই নাম্বারে আওয়ামী লীগের মহিলা কাউন্সিলর। তিন নাম্বারে আওয়ামী লীগের পুরুষ কাউন্সিলর।’
নির্বাচনের এই বিষয়গুলোকে স্বাভাবিক মনে করছেন মাসুদ রানা। তিনি লিখেন, ‘বুঝলাম না, স্বাভাবিক ঘটনা নিয়ে কিসের অভিযোগ? যারা অভিযোগ করছে এদের আটক করার জোরালো দাবি জানাচ্ছি।’
নির্বাচনী সহিংসতায় মৃত্যু প্রসঙ্গে এমডি সালাহ উদ্দিন কাদের লিখেন, ‘লাশের উপর অতিক্রম করে নেতারা সিংহাসনে বসবে, যে নির্বাচন দিয়ে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা উপেক্ষিত সেই নির্বাচন দিয়ে দেশের কি উপকার হবে?’
ক্ষোভ প্রকাশ করে ইকবাল আল শাফি লিখেন, ‘দেশে আইন করে এই ধরনের নির্বাচন পদ্ধতি বাতিল করা প্রয়োজন। এই বস্তাপচা সিস্টেম দিয়ে আধুনিক বিশ্বে সৎ নেতৃত্ব আসা সম্ভব নয়।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।