Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রামগতিতে ধানের শীষ ও লাঙল সহ ৪ মেয়র প্রার্থীর ভোট বর্জন

রামগতি (লক্ষ্মীপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১:৫৬ পিএম

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে ধানের শীষ ও লাঙল সহ ৪ জন মেয়র প্রার্থী ভোট বর্জন করেন।
আজ সকাল ১১ টার দিকে পৃথক পৃথক সংবাদ সম্মেলন করে রামগতি পৌরসভায় নৌকায় ভোট দেওয়া বাধ্যতামূলক, এজেন্টদের মারধর ও কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ এনে ধানের শীষের প্রার্থী সাহেদ আলী পটু ও লাঙলের প্রার্থী আলমগীর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আবি আব্দুল্লাহ ও জামাল উদ্দীন ভোট বর্জন করেছেন।জাতীয় পার্টির প্রার্থী আলমগীর হোসেন বলেন,আমার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। মারধর করা হয়েছে। নৌকায় ভোট দিতে আওয়ামী ললীগের নেতারা ভোটারদের বাধ্য করছেন। এ নির্বাচনে থাকার প্রয়োজন নেই। আমি ভোট বর্জন করেছি।বিএনপির প্রার্থী সাহেদ আলী বলেন,ইভিএম আওয়ামীলীগ নেতাদের দখলে।তারা ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করছেন। প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা না দেখার ভান করছেন।আমি এজন্য ভোট বর্জন করেছি। স্বতন্ত্র প্রার্থী আবি আব্দুল্লাহ বলেন এই সরকারের অধিনে ভোটে যাওয়াটাই আমার সব চেয়ে বড় বোকামী হয়েছে।নির্বাচনের নামে একটা নাটক তৈরী করা হয়েছে রামগতিতে।

রামগতি পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী বলেন,ভোট বর্জনের বিষয়টি আমি জানি না। কালো পর্দার বাইরে ইভিএম থাকার কথা নয়। কোথাও ছিল কিনা তা কেউ আমাকে জানায়নি। যিনি নিয়ম ভঙ্গ করবেন তাকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য রামগতি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ ও সাধারণ কাউন্সিলর ও নারী সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ৬ প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী এই রিপোর্ট লেখার আগেই তারা ভোট বর্জন করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ