বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নরসিংদীর শিবপুর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান শান্ত (২৫) নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা কলেজছাত্র নাদিম সরকার (২৫) গুরুতর আহত হয়েছেন। নিহত শান্ত একবছর আগে বিয়ে করেছেন। তার স্ত্রী এখন গর্ভবতী। তার মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৈয়দনগর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। আহত নাদিম সরকার শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের ছাত্র।
নিহত শান্ত শিবপুর উপজেলার কলেজগেট এলাকার পল্লীবিদ্যুতের ঠিকাদার মফিজুল ইসলামের বড় ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের ফলিত পরিসংখ্যান বিভাগের ও শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক ছিলেন।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শান্ত ও নাদিম মোটরসাইকেলযোগে নরসিংদী থেকে শিবপুরে আসার পথে সৈয়দনগর বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে দুইজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে শান্ত মারা যায়। গুরুতর আহত অবস্থায় নাদিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঘটনা নিশ্চিত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী নিহতের সত্যতা নিশ্চিত করেন। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।