Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিজেকেএস উপনির্বাচনে সহ-সভাপতি হাফিজুর

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

সিজেকেএস দু’টি শূন্য পদের উপ নির্বাচনে মো. হাফিজুর রহমান সহ-সভাপতি ও সদস্য পদে দিদারুল আলম নির্বাচিত হয়েছেন। ১৯৮ জনের মধ্যে গতকাল উপনির্বাচনে ১৬৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত এই ভোট চলে। সিজেকেএস এর সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পেয়েছেন ১৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক যুগ্ম সম্পাদক শাহজাদা আলম পেয়েছেন ২৩ ভোট। চট্টগ্রাম ক্রীড়াঙ্গনে সবার কাছেই সমাদৃত হাফিজুর দীর্ঘ সময় খেলোয়াড়ী জীবন শেষে সিজেকেএস এর নানা পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সদস্য পদে ব্যাডমিন্টন কমিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম পেয়েছেন ১২২ ভোট। তার নিকটতম দুই প্রতিদ›দ্বী এনামুল হক পেয়েছেন ৪০ ভোট প্রবীর কুমার ঘোষ পেয়েছেন ৬ ভোট। উল্লেখ্য, সিজেকেএস কার্যনির্বাহী পরিষদে গত ১৮ ডিসেম্বর ২০১৯ নির্বাচনে নির্ধারিত সময়ে হাফিজুরই মনোনয়ন পত্র প্রত্যাহার করায় সহ-সভাপতি পদে নির্বাচন হয়নি। আর নির্বাহী সদস্য এম.এ বাসেদ মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ