নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চট্টগ্রাম ব্যুরো : আবারো সিজেকেএস’র যুগ্ম সম্পাদক হলেন শাহজাদা আলম। গত বছরের শেষের দিকে যখন নতুন কমিটি গঠিত হয় তখন যুগ্ম সম্পাদক থেকে নির্বাহী সদস্য করা হয়েছিল শাহজাদা আলমকে। আল্লামা মোঃ ইকবালকে করা হয়েছিল যুগ্ম সম্পাদক। গত ১১ জানুয়ারি আল্লামা মোঃ ইকবালের ইন্তেকালে এ পদটি খালি হওয়ায় আবার সে পদে ফিরে আসেন শাহজাদা আলম। তিনি বাংলাদেশ কারাতে ফেডারেশন এবং চিটাগাং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। একইভাবে গত নির্বাচনে এ কমিটিতে থাকতে পারেনি আগের কমিটির নির্বাহী সদস্য জাহেদুল ইসলাম। কিন্তু শাহজাদা আলম আবার যুগ্ম সম্পাদক পদে চলে আসায় খালি হয়ে যায় নির্বাহী সদস্যের পদটি। আর সে পদে আবার ফিরে এলেন জাহেদুল ইসলাম। জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটির চেয়ারম্যান হিসেবেও আছেন জাহেদুল ইসলাম। এ দু’টি পদের জন্য উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন এ দু’টি পদের জন্য দু’জন ছাড়া আর কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।