Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ৫ মাঝি উদ্ধার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫১ এএম

একটি অপরাধী চক্র রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ মাঝিকে অপহরণ করেছিল ১০ ফেব্রুয়ারী। আগে তিন জন এবং কাল রাতে আরো ২ জন রোহিঙ্গা মাঝিকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে বালুখালী এলাকা থেকে ১৬, আমর্ড পলিশ পুলিশ ব্যাটালিন (এপিবিএন) তাদের উদ্ধার করে। এনিয়ে অপহৃত ৫ রোহিঙ্গা মাঝির সকলকে উদ্ধার করা হলো।

পুলিশী তৎপরতায় অপহরণকারীরা অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানিয়েছে এপিবিএন।

শুক্রবার রাতে যাদের উদ্ধারকরা হয়রানির : হেড মাঝি মো: রফিক (৪২), পিতা: নাজির হোসেন, ব্লক: বি-২, ঘর নম্বর:১৮১৬, ক্যাম্প-২২। অপরজন-আমান উল্লাহ (৪৫), ব্লক: সি -হেড মাঝি, ক্যাম্প-২২।

এর আগে গত ১১ ফেব্রুয়ারী বিকেল ৫ টার দিকে সেনাবাহিনীর সহযোগিতায় উখিয়াস্থ ১৪ নম্বর ক্যাম্পের হাকিম পাড়ার ব্লক এ-৪ থেকে আরো ৩ জন রোহিঙ্গা মাঝিকে ১৬, আমর্ড পলিশ পুলিশ ব্যাটালিন (এপিবিএন) উদ্ধার করে।

গত ১০ ফেব্রুয়ারী বিকেল ২ টার দিকে ৫ জন রোহিঙ্গা মাঝিকে অজ্ঞাত সন্ত্রাসীরা টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর শরণার্থী ক্যাম্প থেকে অপহরণ করে নিয়ে যায়।

গত ১১ ফেব্রুয়ারী উদ্বারকৃত রোহিঙ্গা মাঝিরা হলো : (১) সাব্বির (৪২), পিতাঃ হারুনুর রশিদ, ব্লক – ডি, হেড মাঝ, ক্যাম্প-২২ (২) মোঃ ইউসুপ (৩২), পিতাঃ নজু মিয়া, ব্লক-এ, হেড মাঝি, ক্যাম্প-২২ এবং (৩) আবু মুছা (২৯), পিতাঃ জুলফিকার, ব্লক -বি হেড মাঝি, ক্যাম্প-২২।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ