Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির শতাধিক নেতাকর্মীর নামে শাহবাগ থানায় মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৪৮ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের কেন্দ্রীয় এবং অঙ্গ সংগঠনের ২৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১২০ জনের বিরুদ্ধে নতুন মামলা হয়েছে।

গত বুধবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগ থানায় বাদী হয়ে এই মামলা দায়ের করেন এসআই মো: গোলাপ উদ্দিন মাহমুদ। আসামিদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সহ সভাপতি মো: শরীফ হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে- বুধবার সন্ধ্যা ছয়টার দিকে আসামীরা পুরানা পল্টনের ইউবিএল ক্রসিং সংলগ্ন এলাকায় মশাল মিছিল নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করে।

নতুন মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
মামলার আসামী যারা

মামলায় যাদের আসমী করা হয়েছে তারা হলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়, বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী আবদুল কাদির ভুইয়া জুয়েল, যুবদলের সেক্রেটারি সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সেক্রেটারি ইকবাল হোসেন শ্যামল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আল মেহেদী তালুকদার, সাবেক সেক্রেটারি আবুল বাশার, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবিন, যুবদলের দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল, ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ হোসেন নবাব, সেক্রেটারি স্বপন, সেগুনবাগিচা কাঁচাবাজার ইউনিট বিএনপির সভাপতি মো: হযরত আলী, সেক্রেটারি মাঈন উদ্দিন, ২০ নং ওয়ার্ড বিএনপির আবুল হাশেম, শাহবাগ থানা যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন টিটু, যুবদলের আরিফুল হক চঞ্চল, সাংগঠনিক সম্পাদক মোঃ মোহন মোল্লা,
মোঃ জাকারিয়া কাজল, ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সেক্রেটারি নজরুল ইসলাম, সাবেক কাউন্সিলর খাজা হাবিব, তিতুমির কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন, আনন্দবাজার ইউনিট বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি আবদুল আজিজ এবং ২০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নেওয়াজ শরীফ পিয়াস সহ অজ্ঞাতনামা ১০০/১২০ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ