বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরে র্যাব অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্রসহ ৩ ডাকাত কে গ্রেফতার করেছে।
শহরের গাছা থানার বশুরা এলাকা থেকে বুধবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১ এর কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান।
এরা হল- স্থানীয় নাসির উদ্দিন (৩৫), মৈরান এলাকার মো. নয়ন (২০) ও গাজীপুরের শ্রীপুর থানার-শের আলিয়া বাড়ি এলাকার মো. আল আমিন (২৭)।
র্যাব কর্মকর্তা আল-মামুন বলেন, একটি পরিত্যক্ত বাড়ির ভেতরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক এবং একটি স্টিলের চাপাতি, নগদ এক হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।আটকরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান এ র্যাব কর্মকর্তা। এ ব্যাপারে প্রচলিত আইনে মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।