বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী খুব বেশি হলে ২০-২৫ হাজার ভোট পেয়েছেন দাবি করে বিএনপির মেয়র প্রার্থী ডা শাহাদাত হোসেন বলেছেন তার ভোটের অঙ্ক সাড়ে তিন লাখ বাড়িয়ে দেখানো হয়েছে। যেখানে ৩ লাখ ৬৯ হাজার ভোট দেখানো হচ্ছে সেখানে তিনি খুব বেশি হলে ২০-২৫ হাজার ভোট পেতে পারেন।
জোর করে হারিয়ে দেওয়া অভিযোগ এনে নির্বাচন কমিশনের বিরুদ্ধের মামলা করার ঘোষণা দেন শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে ভোটগ্রহণের তথ্য চাইতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম ভোট কম পেয়েছেন। সাড়ে তিন লাখ ভোট তাকে যোগ করে দেওয়া হয়েছে। কাজেই এই যে ভোট ডাকাতি করে আমাদেরকে জোর করে হারিয়ে দিয়েছে, আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলায় যাবো।
ডা. শাহাদাত অভিযোগ করেন, ভোটের দিন দুপুর ২টা পর্যন্ত ৪-৬ শতাংশ ভোট পড়েছে। কিন্তু দিন শেষে সাড়ে ২২ শতাংশ ভোট দেখানো হয়েছে।
নির্বাচনের দিন প্রতিঘণ্টার ভোটের হিসাব দেখতে চেয়েছিলাম। ৭ দিন সময়ও দিয়েছি। কিন্তু ১০ দিন পরেও এই তথ্য কমিশন দিতে পারেনি। নির্বাচনে ৪ হাজার ৮৮৫টি ইভিএম ব্যবহার করা হয়। সেখানে মাত্র ১০টি বুথে ইভিএম’র প্রিন্টেড কপি দেওয়া হয়েছে। যদি ১০টি বুথের ইভিএম’র প্রিন্টেড কপি থাকে তাহলে সবগুলো ইভিএম’র প্রিন্টেড কপি দিতে হবে। এর আগে বোয়ালখালী উপ-নির্বাচনেও এ তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু এখন কমিশন বলেছে এ তথ্য এখান থেকে দেওয়া সম্ভব নয়। ঢাকা থেকে সংগ্রহ করতে হবে।
তিনি আরও বলেন, দেশ এখন মাফিয়াদের হাতে চলে গেছে। দেশে কোনো গণতন্ত্র নেই। মানুষ ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার সব হারিয়ে ফেলেছে। এখন আমাদের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কোনো নির্বাচন হচ্ছে না, নির্বাচন হচ্ছে প্রশাসন যন্ত্রের সঙ্গে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।