Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় প্রান্তিকে চাঙ্গা হবে ইউরোপের অর্থনীতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

নভেল করোনাভাইরাসের টিকাদান কর্মস‚চি বিশ্বব্যাপী বিভিন্ন দেশে শুরু হয়েছে। ইউরোপেও এ কর্মস‚চি চলমান। মহাদেশটির দেশগুলোর সরকারপ্রধানরা ধীরে ধীরে লকডাউন তুলে নিচ্ছেন, যার ইতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতির ওপর। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেই (এপ্রিল-জুন) ইউরোপের অর্থনীতি চাঙ্গা হওয়ার আশা প্রকাশ করছেন ইউরোপিয়ান কমিশনের অর্থনীতিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ভালদিস ডমরোভস্কি। গত সোমবার রয়টার্সকে ডমরোভস্কি বলেন, প্রকৃতপক্ষে এটাই আমাদের প্রত্যাশা। বিধিনিষেধ ক্রমান্বয়ে শিথিল করা আর গণহারে টিকাদান কর্মস‚চির মাধ্যমে আমরা ধীরে ধীরে অর্থনৈতিক প্রবৃদ্ধির আগের অবস্থায় ফিরে যেতে পারব বলে আশাবাদী। আমরা এরই মধ্যে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থনৈতিকভাবে সংহত অবস্থানে পৌঁছে যাওয়ার আশা করছি। ইউরোজোনের অর্থনীতি গত বছর শেষ তিন মাসে প্রান্তিকওয়ারি শ‚ন্য দশমিক ৭ শতাংশ সংকুচিত হয়েছে এবং অর্থনীতিবিদরা বলছেন, চলতি বছরের প্রথম প্রান্তিকেও এটি সংকুচিত হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল গত মাসে এক প‚র্বাভাসে বলেছে, চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র ও জাপানের অর্থনীতি মহামারী-প‚র্ব অবস্থায় পৌঁছতে সমর্থ হবে, যদিও ইউরোজোনের সেই অবস্থায় পৌঁছতে আগামী বছর পর্যন্ত লেগে যেতে পারে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউরোপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ