Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ১৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ ২ ব্যক্তি গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৬ পিএম

রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার সন্ধ্যায় শাহ আলী এলাকায় এ অভিযান চালান র‍্যাব-৪ এর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন- মিজানুর রহমান ওরফে মিজান (৪০) ও শহিদুল ইসলাম (৪১)।

র‍্যাব জানায়, উদ্ধার কষ্টিপাথরের মূর্তিটির ওজন ৩৪ কেজি। দাম প্রায় ১৮ কোটি টাকা। কষ্টিপাথরের মূর্তি ছাড়াও দুই ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৪-এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, মিজানুর ও শহিদুল চোরাকারবারি দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুর্লভ নিদর্শন সংগ্রহ করে তা দেশের বাইরে পাচার করে আসছিলেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা হয়েছে বলে জানায় র‍্যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ