বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ, মাদারীপুর, কুড়িগ্রাম ও নাটোরে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট-
স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান, মাদারীপুর জেলার শিবচরে একটি ড্রাম ট্রাকের (মাটি পরিবহনের) সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার চর মানাইর এলাকার খালেক বাংগীর ছেলে আয়নাল হোসেন এবং সামছু বাংগীর ছেলে আমির হোসেন।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর সংলগ্ন গুপ্তেরকান্দি এলাকায় এক্সপ্রেসওয়েতে পাঁচ্চরগামী একটি ট্রাকের সাথে ভাঙাগামী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক মো. সালাহউদ্দিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, সন্ধ্যায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রামের রৌমারীতে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় হাসান আলী নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দী-বোয়ালমারী সড়কে নিহতের নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আলী উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে। শৌলমারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বিষয়টি জানান, বাড়ির পাশে সড়ক দিয়ে হেটে যাচ্ছিলেন ওই বৃদ্ধ হাসান আলী। এ সময় পিছন দিক থেকে দ্রæত গতিতে আসা বালু বোঝাই একটি ট্রাক্টর বৃদ্ধ হাসান আলীকে জোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ও রুপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত প্রকৌশলী রাশিয়ান নাগরিক শেরগাই গারকিন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রাইভেটকার চালক তৌহিদুল ইসলাম সাগর পাবনার ঈশ্বরদী উপজেলার মধ্য অরনখোলা রিফুজি কলোনী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাতিজার বেপরোয়া ভাবে চালানো মটরসাইকেলের ধাক্কায় আদি রহমান নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার চৌধুরীপাড়া জামে মসজিদ সংলগ্ন চাঁনটেক্সটাইল-ছনপাড়া সড়ক এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত আদি রহমান চৌধুরীপাড়া এলাকার মৃত তাহের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির ছোট ভাই নুর হোসেনের ছেলে ইনান নিজ এলাকাসহ আশ-পাশের এলাকাগুলোতে বেপরোয়া গতিতে মটরসাইকেল চালিয়ে আসছে। বেপরোয়া গতিতে চালালেও আওয়ামী লীগ নেতার ভাতিজা বলে স্থানীয়রা প্রতিবাদ করতে পারেনি। মঙ্গলবার বিকেলে চৌধুরীপাড়া জামে মসজিদ সংলগ্ন চাঁনটেক্সটাইল-ছনপাড়া সড়কে বেপরোয়া গতিতে চালাচ্ছিলো ইনান। এসময় নামাজ পড়ার উদ্দেশ্যে চৌধুরীপাড়া জামে মসজিদে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় ইনানের মটরসাইকেলের ধাক্কায় আদি রহমান গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় চরপাড়া সুফি মোহাম্মদ দায়মুদ্দিন হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।