মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অধিকৃত গোলান মালভ‚মিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার কাছাকাছি গিয়েও থেমে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিøংকিন। তবে ওই ভূখন্ডটি ইসরাইলির নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। অর্থাৎ ওই ভুখন্ডে ইসরাইলের অবৈধ দখলদারিত্বে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি থেকে সরে আসছেন না তার উত্তরসূরি জো বাইডেনও। ২০১৯ সালে ওই মালভ‚মিকে ইসরাইলের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন ট্রাম্প। যেটিকে মার্কিন পররাষ্ট্রনীতিতে গত কয়েক দশকের সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা হয়েছে। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়ার কাছ থেকে ওই অঞ্চলটি দখল করে নেয় ইসরাইল। আর ১৯৮১ সালে নিজেদের ভুখন্ডের সঙ্গে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় অবৈধ ইহুদি রাষ্ট্রটি। যদিও আন্তর্জাতিকভাবে এখন পর্যন্ত তেমন স্বীকৃতি মেলেনি। সিএনএনকে ব্লিনকিন বলেন, বাস্তবতার নিরিখে এই পরিস্থিতিতে গোলান মালভ‚মির নিয়ন্ত্রণ ইসরাইলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আর বৈধতার প্রশ্ন ভিন্ন কিছু। ধীরে ধীরে সিরিয়ার পরিস্থিতিতে যদি পরিবর্তন আসে, যা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এসব কিছু ধারে-কাছে নেই। তিনি বলেন, সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়া ও প্রেসিডেন্ট বাসার আল আসাদ ইসরাইলের জন্য বড় হুমকি। রয়টার্স, সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।