মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
=নিজ নিজ দেশের রুশ দ‚তাবাসের একজন করে ক‚টনীতিককে বহিষ্কার করেছে জার্মানি, পোল্যান্ড ও সুইডেন। গত সপ্তাহে এসব দেশের ক‚টনীতিক বহিষ্কার করে মস্কো। রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে গত সপ্তাহে তিন ইউরোপীয় দেশের ক‚টনীতিককে বহিষ্কার করে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই ক‚টনীতিকরা গত ২৩ জানুয়ারি নাভালনির পক্ষে অনুষ্ঠিত ‘অবৈধ বিক্ষোভে অংশ নিয়েছেন।’ সোমবার জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ক‚টনীতিক বহিষ্কারকে কোনওভাবেই ন্যায্যতা দিতে পারে না মস্কো। ওই বিবৃতিতে বলা হয়, জার্মান ক‚টনীতিক কেবলমাত্র ঘটনাস্থলের খবরাখবর সংগ্রহ করতেই সেখানে উপস্থিত ছিলেন। পোল্যান্ডের পররাষ্ট্র দফতরের এক টুইট বার্তাতে জানানো হয়েছে, দেশটির পোজন্যান শহরের রুশ দ‚তাবাসের এক ক‚টনীতিককে দেশ ছেড়ে যেতে বলা হয়েছে। সুইডেনও মস্কোকে এক রুশ ক‚টনীতিককে ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র দফতরের এক প্রতিক্রিয়ায় বলা হয়েছে ইউরোপীয় দেশগুলোর ক‚টনীতিক বহিষ্কারের সিদ্ধান্ত অন্যায় এবং বন্ধুত্বপূর্ণ আচরণ নয়। অপর দিকে, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের ক‚টনীতিকদের বহিষ্কার করার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিন। তবে মস্কো এ কথাও বলেছে যে, ব্রাসেলসের সঙ্গে তারা সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহী। গত ৫ ফেব্রুয়ারি রাশিয়া ঘোষণা করে জার্মানি, পোল্যান্ড ও সুইডেনের তিনজন ক‚টনীতিককে বহিষ্কার করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে দুর্লভ এক বৈঠকের সময় এ ঘোষণা দেয়া হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিন দেশের ক‚টনীতিক মস্কো ও সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। এ ঘটনার পর মস্কোর পক্ষ থেকে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। রয়টার্স, আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।