প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রোহিঙ্গা জনপদের শত বছরের ইতিহাস ও গণহত্যার ওপর নির্মিত পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র ‘ব্লসম ফ্রম অ্যাশ’ দেখা যাচ্ছে বিশ্বখ্যাত ভিডিও স্ট্রিমিং সাইট আমাজন প্রাইমে। মার্কিন প্রযোজক এলেক্স ব্লমের প্রযোজনায় নেপালি সিনেমাটোগ্রাফার সারুন মানান্ধারের ক্যামেরায় বাংলাদেশি পরিচালক নোমান রবিনের তৈরি তথ্যচিত্র এটি। তথ্যচিত্রটির আবহসঙ্গীত পরিচালনা করেছেন প্রত্যয় খান। গত ২৮ জানুয়ারি থেকে চলচ্চিত্রটি দেখা যাচ্ছে প্রাইম-এ।
প্রযোজক এলেক্স ব্লম বলেন, ‘আমি গর্বিত যে এই পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্রটি ওয়াশিন্টনের ওয়ার্ল্ড হলোকাস্ট মিউজিয়ামের পিএইচডি রিসার্চার বিভাগ তাদের গবেষকদের জন্য সংরক্ষণ করেছে। নোমান ও তার টিমের অদম্য ইচ্ছা, পরিশ্রম ও পাগলামী চলচ্চিত্রটিকে আজ এক সম্মানিত স্থানে নিয়ে গেছে।’
ব্লসম ফ্রম অ্যাশ’র ব্যাপারে নোমান রবিন বলেন, ‘এ চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে আমরা জানতে পারি; সামরিক জান্তা কালের স্বাক্ষী অনেক বই, নথি, তৈলচিত্র, দেয়াল চিত্র, অংকন, ছবি, প্রমাণ নষ্ট করে ফেলেছে। নাম উল্লেখ করতে মানা মায়ানমারের অনেক স্কলারদের সহযোগীতায় রি-ক্রিয়েট করা গেছে সেই সব দুর্লভ এলিমেন্টস, আর এভাবেই নির্মিত হয়েছে এই কালের স্বাক্ষী চলচ্চিত্র।’
তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছি আগামী শত বছর রোহিঙ্গাদের অধিকার আদায়ের দলিল হিসেবে থেকে যাক ব্লসম ফ্রম অ্যাশ।’
উল্লেখ্য, ১৯৯৭ সালে লন্ডনের অক্সফোর্ড কাউন্সিল কর্তৃপক্ষ মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে প্রদান করে ‘ফ্রিডম অব দি সিটি’ সম্মাননা। ২০১৯ সালে সেটি আবার প্রত্যাহার করা হয়। অনেকেই মনে করেন, এই প্রাপ্ত সম্মাননা কেড়ে নেওয়ার পেছনে অনেকাংশেই ভূমিকা রেখেছে ‘ব্লসম ফ্রম অ্যাশ’ চলচ্চিত্রটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।