Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিবকেও হারাল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন বোলিং করতে গিয়ে কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে আর মাঠেই নামেননি তিনি। সাকিববিহীন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই টেস্টে জয়ের আশা জাগিয়ে হেরে গেছে নাটকীয়ভাবে। আগেই শঙ্কা জেগেছিল, কুঁচকির এই চোটে হয়তো ঢাকা টেস্টে নাও খেলা হতে পারে সাকিবের। সেই শঙ্কাই সত্যি হলো। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, সাকিবকে ছাড়াই ঢাকা টেস্টে খেলতে হবে বাংলাদেশ দলকে।

চোটের পর থেকেই বিসিবির মেডিকেল দলের তত্ত¡াবধানে আছেন সাকিব। শুরুতে তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছিলেন দলের ফিজিও-চিকিৎসকেরা। সেটা শেষ হওয়ার পর আবার তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করার পরই নিশ্চিত হয় সিরিজ থেকে ছিটকে যাওয়ার বিষয়টা। আপাতত জৈব সুরক্ষা বলয় ছেড়ে যাবেন সাকিব। তবে বিসিবির মেডিকেল দলের পর্যবেক্ষণেই থাকবে।
চট্টগ্রাম টেস্ট হেরে যাওয়ার পর অধিনায়ক মুমিনুল হক বলেন, ম্যাচে সাকিবের অভাব অনুভব করেছেন তিনি। সেই ম্যাচে তবুও সীমানা দড়ির পাশে দাঁড়িয়ে সতীর্থদের পরামর্শ দিতে পেরেছিলেন তিনি। ঢাকায় তিনি দলের সঙ্গেই থাকছেন না। আগামী ১১ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজ না হারতে চাইলে এই টেস্ট জিততেই হবে বাংলাদেশকে। দ্বিতীয় টেস্টে সাকিবের জায়গায় দলে আর কাউকে নেওয়া হবে কি না, বা কাকে ডাকা হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি বিসিবি।



 

Show all comments
  • Tanvir Ahmed Suan ৯ ফেব্রুয়ারি, ২০২১, ২:০৭ এএম says : 0
    সাকিবের পরিবর্তে মিথুনকে নিয়ে আগের ম্যাচের কম্বিনেশন ঠিক রাখার জোর দাবি জানাচ্ছি।
    Total Reply(0) Reply
  • MD Milon ৯ ফেব্রুয়ারি, ২০২১, ২:০৮ এএম says : 0
    বর্তমানে আমাদের টেস্ট ক্রিকেটের যে দুরবস্থা, সাকিব আল হাসানের অনুপুস্থিতিতে আমাদেরকে অনেক ভোগাবে।
    Total Reply(0) Reply
  • Rayhan Kabir ৯ ফেব্রুয়ারি, ২০২১, ২:০৯ এএম says : 0
    আফসোস,,, এখনো সাকিবের বিকল্প তৈরি হল না বাংলাদেশে
    Total Reply(0) Reply
  • MD Najim ৯ ফেব্রুয়ারি, ২০২১, ২:০৯ এএম says : 0
    ইমরুল কায়েসকে নেওয়া হোক
    Total Reply(0) Reply
  • হাবীব ৯ ফেব্রুয়ারি, ২০২১, ২:০৯ এএম says : 0
    দরকার নাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ