Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ ভারতীয় জুয়াড়ি রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ চলাকালে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম গেইট থেকে আন্তর্জাতিক ‘জুয়াড়ি’ চক্রের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার তিন ভারতীয় নাগরিককে তিনদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। তারা হলেন- সুনীল কুমার (৩৮), চ্যাটান শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২)।
গতকাল সোমবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন মুরাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের সাতদিনের রিমান্ডে চেয়েছিল। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে রিমান্ডের আবেদন করেন।
গত শনিবার সাগরিকা এলাকায় স্টেডিয়ামের মূল প্রবেশপথ থেকে ওই তিনজনকে আটক করে পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোববার বিসিবির সুপারভাইজার আরেফিন হোসাইন তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন।



 

Show all comments
  • ফারুক হাসান ৯ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৪৩ এএম says : 0
    এরা কিন্তু কোনো অপরাধ করতে পারে না। অতএব যারা ধরেছেন তারা উল্টা রিমান্ডের জন্য প্রস্তুত থাকতে পারেন। যেহেতু এরা মুসলিম না। যদি এরা মুসলিম হত তাহলে সমস্ত সাংবাদিকরা মুখ ধোয়া ব্রাশ করা বাদ দিয়ে এতক্ষণে দায়িত্বপালনরত হয়ে যেত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ