Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইতিতে প্রেসিডেন্টের মেয়াদ নিয়ে দ্বন্দ্ব : গ্রেপ্তার অভুত্থান চেষ্টারত ২৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৫৪ পিএম

হাইতিতে প্রেসিডেন্টের মেয়াদ নিয়ে দ্বন্দ্ব ইস্যুতে গ্রেপ্তার করা হয়েছে অভুত্থান চেষ্টারত ২৭ জনকে।সরবকার বিরোধীদের অভিযোগ প্রেসিডেন্ট জোভেনেল মইসে অসাংবিধানিকভাবে নিজের ক্ষমতার মেয়াদ বাড়িয়েছেন। বিচারমন্ত্রী রকফেলার ভিনসেন্ট জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে সুপ্রিমকোর্টের এক বিচারকও রয়েছেন। -এনবিসি, সিএনএন

হাইতির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মেয়াদ ৫ বছর। সুপ্রিম কোর্টের বিচারক ও বিক্ষোভকারীদের মতে, রোববরাই পদত্যাগ করার কথা ছিলো মইসের। তবে মইসের দাবি, তিনি আরও এক বছর ক্ষমতায় থাকতে পারবেন। কারণ, তিনি ২০১৭ সালের আগে শপথ নিতে পারেননি। এই দাবি কে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অরগানাইজেশন অব আমেরিকান স্টেটস। রোববার এক টুইট বার্তায় হাইতির প্রেসিডেন্ট বলেন, আমার প্রশাসন হাইতির জনগনের কাছ থেকে ৬০ মাসের প্রেসিডেনশিয়াল ম্যানডেট পেয়েছে। আগামী ১২ মাস আমরা জ্বালানী খাতে সংস্কার করবো। গণভোট এবং নির্বাচনও আয়োজন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইতি

২৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ