Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মদমুক্ত রাজ্য
ইনকিলাব ডেস্ক : ড্রাই স্টেট অর্থাৎ সুরা মুক্ত রাজ্য গড়তে যাচ্ছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাজ্য থেকে শুধু মদকে দূর নয়, নেশাগ্রস্ত মানুষদের সহায়তায় বিশেষ কর্মস‚চিরও পরিকল্পনা করেছেন তিনি। শনিবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, রাজ্যের কাটনি জেলার একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী চৌহান বলেন, মধ্যপ্রদেশকে সুরামুক্ত করে ভালো রাজ্য হিসেবে গড়ার স্বপ্ন রয়েছে আমাদের। কিন্তু, শুধুমাত্র মদ বন্ধ করে তা করা সম্ভব হবে না। কারণ মদপানের চাহিদা যদি মানুষের মাঝে থাকে তাহলে আমদানি হতেই থাকবে। টিওআই।


বিধি-নিষেধ
ইনকিলাব ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিভিন্ন অনুষ্ঠান এবং পার্টিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যে কোনো ধরনের পারিবারিক অনুষ্ঠান বা পার্টিতে অতিথির সংখ্যা সীমিত করার হয়েছে। আবুধাবির জরুরি, সঙ্কট এবং দুর্যোগ বিষয়ক কমিটি শহরের মধ্যে সব ধরনের পার্টি এবং জনসমাগমে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে বেশ কিছু অনুষ্ঠানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ না হলেও বিধি-নিষেধ জারি হয়েছে। যে কোনো ধরনের পারিবারিক অনুষ্ঠান এবং বিয়েতে সর্বোচ্চ ১০ জন অতিথি যোগ দিতে পারবেন। ওয়েবসাইট।


রামকার্ড
ইনকিলাব ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের জনসভায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘রামকার্ড’ দেখানোর কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার ভিক্টোরিয়া মেমোরিয়ালের জনসভায় এ ঘোষণা দিয়েছেন তিনি। রোববার হলদিয়ার জনসভাতে মোদি বলেছেন, ‘বাংলার মানুষের ফুটবল প্রেম সুবিদিত। আমি তাই ফুটবলের ভাষায় বলছি, তৃণমূল একটার পর একটা ফাউল করেছে। অপশাসনের ফাউল, দুর্নীতির ফাউল, মানুষের টাকা লোটার ফাউল। মানুষ সব দেখেছে। তাই বাংলার মানুষ তৃণমূলকে রামকার্ড দেখাতে চলেছে।’ এবিপি।


ইবোলার প্রকোপ
ইনকিলাব ডেস্ক : ইবোলা আতঙ্কা ছড়াচ্ছে আফ্রিকায়। করোনাভাইরাসের মধ্যে সে অঞ্চলের মানুষের কাছে নতুন আতঙ্কের নাম ইবোলা। আফ্রিকার পশ্চিম ডিআর কঙ্গোর বুটেম্বো শহরের কাছে এক নারী ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। শহরটিতে একটি অনুসন্ধানী দল পাঠানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। প্রায় তিন মাস আগে দেশটির পশ্চিমাঞ্চলে সর্বশেষ ইবোলায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। ভাইরাসের উপসর্গ হিসেবে আচমকা জ্বর, দুর্বলতা, শরীর ব্যথা, গলা ব্যথা হচ্ছে। সেখান থেকে বমি, ডায়রিয়া এবং ভেতরে ও বাইরে রক্তক্ষরণ দেখা দেয়। রয়টার্স।


উটের দুধে
ইনকিলাব ডেস্ক : উটের দুধকে বলা হচ্ছে নতুন সুপারফুড। কারণ এতে ফ্যাট কম। এছাড়াও এর রয়েছে বহু ঔষধি গুণাগুণ। সারা বিশ্বে যতো উট আছে তার প্রায় ৬০ শতাংশের মালিক পূর্ব আফ্রিকার চাষীরা। এসব উটের দুধ বিক্রি করে তারা এখন প্রচুর অর্থ উপার্জন করছেন। বিবিসির স্মার্ট মানি থেকে পিটার ওয়াকাবা কেনিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামে গিয়েছিলেন যেখানকার পরিবেশ অত্যন্ত শুষ্ক। সেখানে তিনি এক দম্পতির খোঁজ পান যারা প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার লিটার উটের দুধ বিক্রি করছেন। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ