Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীনগরে প্রভাবশালী চক্রের জোরপূর্বক জায়গা দখল করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৩৮ পিএম

শ্রীনগরে প্রভাবশালী চক্রের জোর পূর্বক জায়গা দখল করে স্থাপনা নির্মাণে প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে ভ‚ক্তভোগী উপজেলার কয়কীর্ত্তন গ্রামের মৃত দেওয়ান হযরত আলীর ছেলে আল হাজ¦ দেওয়ান আবু তালেব (৬৫) বলেন, শ্রীনগর থানার বিপরীত পাশের তিন তলা বিল্ডিংয়ের উত্তর দিকে আমার ক্রয়কৃত ৫ শতাংশ জায়গার উপর বারান্দাসহ ৩৫ ফুট প্রস্থের ৮ কক্ষ বিশিষ্ট দুটি কাঠের তৈরী ঘর ভাড়া দেওয়া ছিল। গত ১ ফেব্রæয়ারী হঠাৎ উপজেলার বেজগাঁও এলাকার মৃত খোকা মিয়ার ছেলে প্রভাবশালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিশাত সিকদার(৫০) , দেউলভোগ গ্রামের মৃত আউয়াল মিয়ার ছেলে বিএনপি নেতা সোহাগ(৪০), শ্রীনগর দয়হাটা নাপিত বাড়ির মৃত নিজাম উদ্দিনের ছেলে আক্তার(৪৫)সহ অজ্ঞাত প্রায় ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল সন্ত্রাসী কায়দায় ঘর দুটি ভেঙ্গে ওই জায়গার উপর জোর পূর্বক টিনসেট বিল্ডিং নির্মাণ করছেন। আমি বাঁধা দিতে গেলে তারা আমাকেসহ আমার পরিবারের অন্যান্য সদস্যদের প্রাণ নাশের হুমকী প্রদান। এ বিষয়ে আমি প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছি। উপায় না পেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর সমাধানে উপজেলা প্রশাসনসহ উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ সম্মেলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ