Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আমিরাতের গোপন তৎপরতা নিয়ে মধ্যপ্রাচ্যে ফের অস্থিরতার আশঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১:১৮ পিএম

দীর্ঘদিনের বিভেদ ভুলে গত ৫ জানুয়ারি কাতারের সঙ্গে পুনর্মিলন চুক্তিতে স্বাক্ষর করে সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তুলে ২০১৭ সালে দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি নেতৃত্বাধীন দেশগুলো। অবশ্য, এ অভিযোগ বরাবরই অস্বীকার করছিল কাতার।
জানা যায়, কাতারের ওপর গোয়েন্দা তৎপরতা চালানোর উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত ‘ইলেকট্রনিক স্পাই নেটওয়ার্ক’ গঠন করেছে মর্মে সংবাদ প্রকাশের পর মধ্যপ্রাচ্যে ফের অস্থিতিশীলতার আশঙ্কা দেখতে পাচ্ছেন বিশ্লেষকরা।
সম্পর্ক স্বাভাবিক রাখার জন্য কাতারকে যে শর্ত দিয়েছিল সৌদি মিত্ররা, তার মধ্যে ছিল- তুরস্ক ও ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, আলজাজিরা টেলিভিশন বন্ধ করতে হবে এবং মিশরের মুসলিম ব্রাদারহুডকে অর্থায়ন বন্ধ করতে হবে। কিন্তু এর কোনোটিই মানতে রাজি ছিল না কাতার।
তুরস্ক ও ইরানের সার্বিক সহায়তার কারণে চার দেশের অবরোধ দৃশ্যত কোনো ফল দেয়নি। এরপর বৈশ্বিক রাজনীতির কাছে নতিস্বীকার করে বিনাশর্তে কাতারের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সম্মত হয় দেশগুলো। সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সংযুক্ত আরব আমিরাত প্রথমে রাজি না থাকলেও সউদী আরবের চাপে তারা কাতারের সঙ্গে আলিঙ্গনে বাধ্য হয়।
এখন, কাতারের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের গুপ্তচর নেটওয়ার্ক পরিচালনা তাদের পুনঃপ্রতিষ্ঠিত সেই সম্পর্কে ফাটল ধরাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র : আল জাজিরা



 

Show all comments
  • MD Akkas ৮ ফেব্রুয়ারি, ২০২১, ৩:২৪ পিএম says : 1
    আরব আমিরাত খুব খারাপ করছে । ইসরাইলের সাথে সম্পর্ক করে ইসলামের অনেক ক্ষতি করেছে। ইজরায়েল যেমন আমাদের দুশমন আমিরাত ও আমাদের দুশমন।
    Total Reply(0) Reply
  • Helal Masud ৮ ফেব্রুয়ারি, ২০২১, ৪:১০ পিএম says : 0
    মধ্যপ্রাচ্যের ক্যান্সার খেত আমিরাত মুসলিমদের ঐক্যের প্রধান অন্তরায় । এ-ই লেবাসধারী তথাকথিত মুসলিম রাষ্ট্রটির জন্য মুসলিমরা কোন ঐক্য গড়ে তুলতে পারছেনা।
    Total Reply(0) Reply
  • তানবীর ৮ ফেব্রুয়ারি, ২০২১, ৬:০০ পিএম says : 0
    সংযুক্ত আরব আমিরাতকে এখন আর পুরোপুরি বিশ্বাস করা যায় না।
    Total Reply(0) Reply
  • জুয়েল ৮ ফেব্রুয়ারি, ২০২১, ৬:০০ পিএম says : 0
    আল্লাহ মুসলীম দেশগুলোকে ঐক্যবদ্ধ করে দাও
    Total Reply(0) Reply
  • নওরিন ৮ ফেব্রুয়ারি, ২০২১, ৬:০৩ পিএম says : 0
    বিষয়টি খুবই উদ্বেগের
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মধ্যপ্রাচ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ