বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উছমান গনি (৫৫) নামে ১ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় মধুপুর নামক স্থানে। সে ধোবাউড়া উপজেলার চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের তারাকান্দা উপজেলার মধুপুর নামক স্থানে বালুভর্তি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী সহকারী শিক্ষক উছমান গণি রাস্তায় পড়ে যান।সেই সময় পিছনে আসা অন্য একটি ট্রাক মোটরসাইকেল আরোহীর উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ধোবাউড়া উপজেলার সাধুয়ারকান্দা গ্রামের মৃত জয়নাল আবেদিনের পুত্র উসমান গনি (৫৩)। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।ঘাতক ট্রাকটিও আটক করেছে পুলিশ। চালককে আটক করতে পারেনি।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।