Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ফিলিপাইনে ভূমিকম্প

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির সিসমোলজি সংস্থা জানায়, রবিবারের এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও আশটার শকের আশঙ্কা করা হচ্ছে। জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স এর আগে জানিয়েছিল, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ এবং গভীরতা ১০ কিলোমিটার। পরে ফিলিপাইনের ইন্সটিটিউট অব ভলকোনোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, তারা ভূমিকম্পটির গভীরতা ১৫ কিলোমিটার শনাক্ত করেছে এবং এটি ছিল টেকটোনিক। রয়টার্স।


সম্প্রচার বাতিল
ইনকিলাব ডেস্ক : চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল চায়না গ্লােবাল টেলিভিশন নেটওয়ার্ক- সিজিটিএন-এর লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যের সম্প্রচারমাধ্যম নিয়ন্ত্রক প্রতিষ্ঠান অফকম বৃহস্পতিবার জানায়, ‘লাইসেন্সটি স্টার চায়না মিডিয়া লিমিটেড অবৈধভাবে নিয়েছিল এমন উপসংহারে আসার পর’ তারা সিজিটিএন এর লাইসেন্স প্রত্যাহার করে নিয়েছে। অফকম আরও জানায়, চ্যানেলটি যা তৈরি করে তার জন্য স্টার মিডিয়া লিমিটেড ‘সম্পাদকীয় দায়িত্ব’ পালন করেনি, ফলে লাইসেন্স ধরে রাখার মতো আইনি শর্ত তারা মেনে চলতে পারেনি। সিএনএন।


দিল্লির আদালত
ইনকিলাব ডেস্ক : লস্কর-ই-তৈয়বার প্রধান ও ২৬/১১ মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিল্লির এক আদালত। জম্মু ও কাশ্মীরের গোষ্ঠীগুলিকে আর্থিক মদদ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কেবল হাফিজই নয়, তার আরও তিন সঙ্গীর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যদিও হাফিজের এই তিন সঙ্গী ইতিমধ্যেই কারাগারে রয়েছে। এরা হল কাশ্মীরের ব্যবসায়ী জাহর আহমেদ শাহ ওয়াতালি, ব্যবসায়ী নাভাল কিশোর কাপুর এবং বিচ্ছিন্নতাবাদী নেতা আলতাফ আহমেদ শাহ ওরফে ফান্টুস। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ