Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নড়িয়ায় আওয়ামীলীগের দু-গ্রুপের হামলা-পাল্টাহামলা, আহত ৩

নড়িয়া (শরীয়তপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ৬:২৩ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামীলীগের দু-গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় ৩ জন আহত হয়েছে। এসময় একটি পরিত্যক্ত ভিটা থেকে ৫টি ককটেল ও ৫টি রানদা উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নড়িয়া পৌর শহরের শুভগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি নড়িয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে পৌরসভার ২নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ডালিম প্রতীক নিয়ে পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু জাফর শেখ (৪৫) এবং উঠপাখি প্রতীকে পৌরসভা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মো. মোকলেছ ব্যাপারী (৬২) প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিজয়ী হোন আবু জাফর শেখ।

নির্বাচনকে কেন্দ্র করে আবুজাফর ও মোকলেছের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। রোববার দুপুর ১২টার দিকে মোকলেছ ব্যাপারী নড়িয়া বাজারে আসলে আবু জাফরের সমর্থকরা মোকলেছের ওপর হামলা চালায়। তখন মোকলেছ আহত হন। স্থানীয়রা তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মোকলেছের সমর্থকরা আবু জাফরের সমর্থক বারইপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে ছলেমান মৃধা (৬৮) ও তার ছেলের বউ মারিয়া আক্তারকে (২০) পিটিয়ে আহত করে। তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুভগ্রাম এলাকায় একটি পরিত্যক্ত ভিটা থেকে ৫টি ককটেল ও ৫টি রানদা উদ্ধার করেছে নড়িয়া থানা পুলিশ।

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান জানান, নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালেয় সংলগ্ন শুভগ্রাম এলাকায় আবু জাফর শেখ ও মোকলেছ ব্যাপারীর মধ্যে মারামারির প্রস্তুতি চলছিল শুনে সেখানে যাই। সোর্সের মাধ্যমে জানতে পারি, মোকলেছের গ্রুপ ককটেল, দাসহ আরও কিছু অস্ত্র জমা করছে। পরে পাঁচটি ককটেল ও পাঁচটি রানদা উদ্ধার করি। এ ঘটনায় তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ