বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের আনোয়ারায় ট্রাকের সাথে পোশাক শ্রমিকবাহী গাড়ির সংঘর্ষে ৯ শ্রমিক আহত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৭ টায় পিএবি সড়কের তৈলারদ্বীপ সরকার হাট এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়ী ২ টি আটক করা হয়েছে।
আনোয়ারা থানাও হাসপাতাল সূত্রে জানাযায়, রবিবার সকাল সাড়ে ৭ টায় কেইপিজেডের পোশাক শ্রমিকবাহী একটি চাঁদের গাড়ী (জীপ)এর সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পোশাক শ্রমিক মরিয়ম বেগম (২১), আবদুল করিম (২৫), সালমা আকতার (২২), সেলিনা আকতার (২০) মোস্তাফা (২৬), বখতিয়ার (২২), মনি আকতার (২০) মহিউদ্দিন (২৪) ওহাব (২৮) আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । দূর্ঘটনার পর সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।
আনোয়ারা থানার এ এসআই শামসু হুদা জানান, রবিবার সকালে শ্রমিকবাহী একটি চাঁদের গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হলে ৯ জন আহত হয়। পুলিশ স্থানীয়দের সহযোগীতায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। দূর্ঘটনা কবলিত গাড়ী ২ টি আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।