বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চর্চার আগ্রহ বাড়াতে দেশব্যাপী শুরু হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড। কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমপর্যায়ের কওমি, সাধারণ, আলিয়াসহ সকল মাধ্যমের শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতায় বিজয়ীরা ৩০ লক্ষ টাকা পরিমাণ পুরষ্কার ও একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাবেন।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকরা ৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে (https://forms.gle/P3Po3yo2CUamaLhRA) ঠিকানায় রেজিস্ট্রেশন করতে পারবে। এরপর ১২ মার্চ নিবন্ধিত প্রতিযোগিদের নিয়ে অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাইপর্বে বিজয়ীদের নিয়ে লিখিত পরীক্ষা হবে। এই পর্যায়ে বিজয়ীদের নিয়ে জাতীয় প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। ১ম পুরস্কার হিসেবে থাকছে ৫০ হাজার টাকা প্রাইজমানি সাথে ১০ হাজার টাকা সমমূল্যের বই এবং এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে ফুল স্কলারশিপ। এছাড়া বিজয়ী প্রথম ২০০জনকে বিশেষ পুরষ্কার প্রদান করা হবে। এছাড়াও জাতীয় পর্যায়ের বিজয়ীদের জন্য থাকবে প্রিন্টেড সনদপত্র এবং সকল অংশগ্রহণকারীর জন্য ডিজিটাল সনদপত্র।
অলিম্পিয়াডে অংশগ্রহণের সিলেবাস হিসেবে, ইসলাম পরিচিতি-মোহাম্মাদ হামিদুল্লাহ, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো-সাইয়েদ আবুল হাসান আলী নদভী, আর রাহীকুল মাখতুম-সফিউর রহমান মোবারকপুরী, লস্ট ইসলামিক হিস্ট্রি-ফিরাস আল খতিব, শতাব্দীর চিঠি-মুসা আল হাফিজ, সানজাক ই উসমান-প্রিন্স মুহাম্মাদ সজল; গ্রন্থ নির্ধারণ করা হয়েছে।
অলিম্পিয়াড আয়োজক কমিটির চেয়ারম্যান মাওলানা মুসা আল হাফিজ বলেন, ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার অলিম্পিয়াড বাংলাদেশে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির জ্ঞানগত ও আচারগত উজ্জীবনের একটি বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা। এর উদ্দেশ্য আমাদের জীবন ও জগতকে সাজাতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যে মহোত্তম বার্তা দেয়, তাকে জানা ও জানানো এবং এর গঠনমূলক অনুশীলনের প্রণোদনা বাড়ানো। মূলত ইসলামের জীবনাবেদনকে নিয়ে অজ্ঞতার বিপরীতে আমাদের এনলাইটেনমেন্টের লক্ষ্যে নিবেদিত।
উল্লেখ্য, প্রতিযোগিতাটি আয়োজন করছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড আয়োজক কমিটি।স্পনসর হিসেবে রয়েছে সোজলার পাবলিকেশন, এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ, রকমারি.কম, সমকালীন প্রকাশন, গার্ডিয়ান পাবলিকেশন্স, মাকতাবাতুল আসলাফ, প্রচ্ছদ প্রকাশন, মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আওয়ার ইসলাম এবং সোশ্যাল এনগেজমেন্ট পার্টনার হিসেবে রয়েছে মিম্বার। অলিম্পিয়াড সংক্রান্ত যেকোন তথ্য [email protected] এই ঠিকানায় ইমেইল করে জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।