Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কুতুবদিয়া সদর হবে কক্সবাজারের ৫ম পৌরসভা- সচিব হেলাল উদ্দিন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২১, ৮:১৬ পিএম

কক্সবাজার জেলার কুতুবদিয়া সদর বড়ঘোপ ইউনিয়ন হবে পঞ্চম পৌরসভা স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ হেলালুদ্দীন আহমদ শনিবার (৬ ফেব্রুয়ারি) বড়ঘোপ ইউনিয়ন পরিষদে আয়োজিত নাগরিক সমাবেশে এ কথা জানান।

এর আগে কুতুবদিয়া উপজেলা নতুন জনস্বাস্থ্য প্রকৌশল ভবন উদ্বোধন এবং প্রতিবন্ধীদের কম্বল বিতরণ সহ উপজেলা সম্মেলন কক্ষে বিভিন্ন কর্মকর্তাদের সাথে কুতুবদিয়ার উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় তিনি অংশ নেন। এরপর এক নাগরিক সমাবেশে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দীন ছোটন এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ হেলালুদ্দীন আহমদ।

বড়ঘোপ ইউনিয়ন পরিষদকে পৌরসভা করার দাবীতে আরো বক্তব্য রাখেন কুতুবদিয়া-মহেশখালী এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কুতুবদিয়া উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.ফরিদুল ইসলাম চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা প্রমুখ।

এছাড়া কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার এ এম জহিরুল হায়াত,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবন্তী রায়, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম,সহকারী কমিশনার হেলাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবার, কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ