Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

প্রায় দুই বছর

ইনকিলাব ডেস্ক : ভারত অধিকৃত কাশ্মীরে প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে সমগ্র জম্মু-কাশ্মীরে পুনরায় চালু হতে যাচ্ছে ফোর-জি ইন্টারনেট সেবা। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেয় ভারত সরকার। এই সিদ্ধান্ত নেয়ার আগেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয় এই উপত্যকায়। যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে
দিয়ে উপত্যকাকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে মোদি সরকার। ইন্ডিয়া টুডে।


হুতিদের বাদ
ইনকিলাব ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দিতে চায় যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিংকেন কংগ্রেসকে জানিয়েছেন, তিনি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দিতে চান। ক্ষমতা ছাড়ার মাত্র একদিন আগে, অর্থাৎ গত ১৯ জানুয়ারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনি হুতিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা দেন। এর
ফলে হুতিদের সঙ্গে মার্কিন নাগরিক ও সংস্থাগুলোর আর্থিক লেনদেন পুরোপুরি নিষিদ্ধ হয়ে যায়। রয়টার্স।


জবরদস্তি নিষিদ্ধ
ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ায় খ্রিস্টান এক মেয়েকে তার স্কুল কর্তৃপক্ষ জোর করে হিজাব পরতে বাধ্য করার চেষ্টা করেছিল। এ ঘটনা অনলাইনে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে বিতর্ক শুরু হয়। যার জেরে দেশটির সরকার স্কুলে ধর্মীয় পোশাক পরা নিয়ে জোর জবরদস্তি নিষিদ্ধ ঘোষণা করেছে। শুক্রবার বিবিসি জানায়, গত বুধবার ওই নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি ডিক্রি সই হয়। ডিক্রিতে সরকার ইন্দোনেশিয়ার স্কুল কর্তৃপক্ষকে নিজ নিজ স্কুল থেকে সব ধরনের কট্টর নিয়ম তুলে নিতে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছে। বিবিসি।


ঘাঁটি বাড়াচ্ছে
ইনকিলাব ডেস্ক : ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে দেশটির জাতীয় সংসদে গত বছর একটি বিল পাস হওয়া সত্ত্বেও সেখানে সামরিক ঘাঁটি বাড়াচ্ছে আমেরিকা। ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে এই সামরিক ঘাঁটি বাড়ানোর কাজ হচ্ছে বলে খবর দিয়েছে গণমাধ্যম। ইরাকের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে আল-আরাবি আল-জাদিদ বলেছে, কুর্দিস্তানের রাজধানী এরবিলের কাছে আল-হারির সামরিক ঘাঁটিতে সম্প্রসারণের কাজ করছে মার্কিন সেনারাএবং গত দুই মাস ধরে এই কাজ চলছে। আল-আরাবি আল-জাদিদ।


হামায় প্রতিবাদ
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার হামা প্রদেশে ১৯৮২ সালে চালানো হত্যাকান্ডের ঘটনা স্মরণ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ওই অঞ্চলের লোকজন। এ সময় বিক্ষোভকারীরা সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পোস্টার ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় সরকারি বাহিনী কমপক্ষে ২০ জনকে আটক করেছে। ১৯৮২ সালে বাশার আল-আসাদের বাবা তৎকালীন প্রেসিডেন্ট হাফিজ আল-আসাদ হামা প্রদেশে সামরিক অভিযান চালিয়ে সরকারবিরোধী হিসেবে পরিচিত হাজারো বেসামরিক লোককে হত্যা করে। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ