Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুগল ম্যাপসে লাইভ লোকেশন শেয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২১, ৬:০৬ পিএম
সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যবহারের প্রাইভেসি পলিসিতে পরিবর্তন এনেছিল সেফবুক। এর পর থেকে বিভিন্ন কাজে হোয়াটসঅ্যাপের বিকল্প খুঁজছেন অনেকেই। এই জন্যই বিগত কয়েক সপ্তাহে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে মেসেজিং অ্যাপ সিগন্যাল। অনেকেই এই অ্যাপ ব্যবহার করে মেসেজ পাঠানো শুরু করেছেন।
 
যদিও হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করলে একাধিক ফিচার থেকে বঞ্চিত হবেন আপনি। এর মধ্যেই অন্যতম লাইভ লোকেশন শেয়ারিং। এই ফিচারে আপনার লোকেশন সরাসরি অন্য ব্যক্তির সঙ্গে শেয়ার করা যাবে। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে নির্দিষ্ট সময়ের জন্য রিয়েল টাইম লোকেশন শেয়ারিং অন রাখা যাবে।
 
যদিও হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করলেও আপনাকে এই ফিচার ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে না। কারণ জনপ্রিয় নেভিগেশন সার্ভিস গুগল ম্যাপস ব্যবহার করেও লাইভ লোকেশন শেয়ার করা সম্ভব। গুগল ম্যাপস থেকে কীভাবে রিয়েল টাইম লোকেশন শেয়ার করবেন? দেখে নিন।
 
গুগল ম্যাপস থেকে লাইভ লোকেশন শেয়ার করার উপায়:
 
স্টেপ ১। গুগল ম্যাপস ওপেন করে সাইন ইন করুন।
 
স্টেপ ২। ডান দিকে উপরে নিজের প্রোফাইল ফটোর উপরে ট্যাপ করুন।
 
স্টেপ ৩। এখানে লোকেশন শেয়ারিং অপশন সিলেক্ট করুন।
 
স্টেপ ৪। এবার যার সঙ্গে লোকেশন শেয়ার করতে চান সেই ব্যক্তিকে সিলেক্ট করুন। 
 
স্টেপ ৫। এছাড়াও চাইলে আপনি ক্লিপ-বোর্ডে আপনি লাইভ লোকেশন শেয়ার করার লিঙ্ক কপি করতে পারবেন।
 
স্টেপ ৬। যে কোন মেসেজিং অ্যাপ অথবা ইমেলের মাধ্যমে এই লিঙ্ক শেয়ার করুন।
 
স্টেপ ৭। কতক্ষণ লাইভ লোকেশন শেয়ার করতে চান তা সিলেক্ট করুন।
 
স্টেপ ৮। এবার শেয়ার অপশন সিলেক্ট করলেই আপনার পছন্দের মানুষের সঙ্গে লাইভ লোকেশন শেয়ার শুরু হয়ে যাবে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ