এডিট করা যাবে পাঠানো মেসেজ! অতি প্রয়োজনীয় ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
অ্যাপেল কিংবা টেলিগ্রামের মতো অ্যাপগুলিতে মেসেজ পাঠিয়ে দেয়ার পরও তাতে কোনও ভুল থাকলে এডিট করা
সিঙ্গাপুরের সার্ভারে ডাটা জটের কারণে গতকাল (শুক্রবার) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটে। এই সময় সব ধরনের ইন্টারনেট সার্ভিসে এই সমস্যা হয়। বিশেষ করে ব্রডব্যান্ড সংযোগের সংকট বেশি হয়।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের (আইএসপিবি) সভাপতি আমিনুল হাকিম জানান, সিঙ্গাপুরে ক্লাউডে ডাটা জটের কারণে বাংলাদেশ ইন্টারনেট সেবায় বিঘ্ন হয়। অনেক এলাকায় ইন্টারনেট স্পিড একেবারেই স্লো হয়ে যায়।
তিনি আরো জানান, সিঙ্গাপুরে যোগাযোগ করে তারা জেনেছেন সন্ধ্যার পর সমস্যা নিরসন হয়েছে। যদিও এই সমস্যাটিকে সাবমেরিন ক্যাবলের কোনো সমস্যা বলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো জানায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।