Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

পাকিস্তানে নিহত ৪

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানেক্ষুদ্র জাতিগোষ্ঠী-অধ্যুষিত মির আলী এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে চারজন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। ডনের আজ বৃহস্পতিবারের খবরে জানানো হয়, আইএসপিআর বুধবার বলেছে, নিরাপত্তা বাহিনী মির আলী চত্বরে সন্ত্রাসীদের অবস্থান করতে দেখেছে। নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে ফেলার পর সন্ত্রাসীরা গুলি চালায়। গুলি বিনিময়ের সময় চার সন্ত্রাসী নিহত হন। ডন ডটকম অনলাইন।


অভিযান শুরু
ইনকিলাব ডেস্ক : ইরাক ও জোট বাহিনী, ইসলামী স্টেট জঙ্গিদের বিরুদ্ধে আবারো অভিযান জোরদার করেছে এবং স¤প্রতি কয়েকজন শীর্ষ আইসিস নেতাদের লক্ষ্যবস্ত‚ করে হত্যা করে। যুক্তরাষ্ট্র পরিচালিত আইসিস বিরোধী কোয়ালিশন, মঙ্গলবার, পশ্চিম বাগদাদে একটি গুরুত্বপূর্ণ বিমান হামলা চালিয়ে, আইসিস নেতা, আবু হাসান ঘাড়িবারি ও অন্যান্য ৩জন যোদ্ধাকে হত্যা করে। ইরাকের প্রধানমন্ত্রী, মুস্তাফা আল খাদিমি, টুইটার মারফত, আল ঘাড়িবারি’র মৃত্যুর সত্যতা স্বীকার করেনও প্রধানমন্ত্রী, এছাড়াও ,আইসিসদের বোমা নির্মাণে সহায়তাকারী, ঘানেম সাবাহ জাওয়াদ’র মৃত্যুর কথাও স্বীকার করেন। ভিওএ।


ন্যাটোর উপস্থিতি
ইনকিলাব ডেস্ক : ক্রিমিয়াকে বেআইনি ও অবৈধভাবে কুক্ষিগত করা ও রাশিয়ার সামরিক ক্ষমতা বৃদ্ধির জবাবে, ন্যাটো জোট কৃষ্ণ সাগরে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও ন্যাটো অংশীদাররা, ২০১৪ সালের ক্রিমিয়ার কুক্ষিগতকরণকে চ্যালেঞ্জ জানাতে, নাটকীয়ভাবে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরে টহল অভিযান বৃদ্ধি করেছে। করোনা ভাইরাসের কারণে গত বছর স্থগিত হয়ে যাওয়া, সামরিক মহড়ায় অংশ নিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ, ইউএসএস পোর্টার, ইউএসএস ডোনাল্ড কুক এবং তেল-পূরণকারী জাহাজ, ইউএসএনএস লারামিসহ ন্যাটো ও ইউক্রেনের জাহাজগুলি।


সিকিমে ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : দু’দিনের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম। বৃহস্পতিবার ভারতের স্থানীয় সময় সকাল ১০টা ৩৭ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮, যা এপিসেন্টার সিকিমের ইয়োকসম থেকে ১৬১ কিলোমিটার উত্তর পশ্চিমে আঘাত হানে। গত দু’দিন আগেই পরপর দু’বার ভূমিকম্প হয় সিকিমে। গত মঙ্গলবার রিখটার স্কেলে পরপর দুটি কম্পনের তীব্রতা ছিল যথাক্রমে ৪.৬ ও ৪.৯। টিভিনাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ