Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক এমপি সালাহউদ্দিন কারাগারে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

গাড়ি ভাঙচুর এবং নাশকতা মামলায় বিএনপির সাবেক এমপি ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারপক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আফতাবুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।

প্রসঙ্গত: ২০১৫ সালের ৩০ জানুয়ারি দুপুরে মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজার সামনে ঢাকা মেট্টো জ ১১-২২৪৯ নম্বরের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করেন সালাহউদ্দিন। এ ঘটনায় ওইবছর ১২ আগস্ট ওয়ারি থানার এসআই শাহ আলাম সালাউদ্দিন আহমেদসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। সালাউদ্দিন এ মামলার শুরু থেকেই পলাতক ছিলেন। তিনি চার্জশিটে উল্লেখিত ২৪ নম্বর আসামি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাগার

৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ