মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উগান্ডায় সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় কাসেসি জেলায় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। বুধবার দেশটিতে কাজ করা একটি মানবাধিকার সংস্থা এ খবর জানিয়েছে। উগান্ডা রেড ক্রস সোসাইটির যোগাযোগ কর্মকর্তা আইরিন নাকাসিতা জানান, যাত্রীবাহী একটি ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। বাসে থাকা যাত্রীরা শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছিলেন। তিনি আরও জানান, নির্মাণাধীন সড়কটি ছিল খুবই সঙ্কীর্ণ। দুর্ঘটনার সময় অন্ধকার নেমে এসেছিল। দুর্ঘটনায় পড়া ট্রাক ও প্রাইভেটকারের সঙ্গে কাসেসি থেকে আরও দুটি লরি এসে যুক্ত হয়। এরপর বুন্দিবোগিয়ো থেকে আরও একটি গাড়ি যুক্ত হয়। মোট পাঁচটি গাড়ি দুর্ঘটনাস্থলে যুক্ত হয়ে পড়ে। এতে ৩২ জন নিহত এবং পাঁচজন আহত হয়। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতি বছর প্রায় ২০ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে। এতে দুই হাজারেরও বেশি লোক প্রাণ হারায়। এদিকে, মহামারীর কারণে বছরখানেক আগে বন্ধ করে দেয়া স্কুল খুলে দেয়ার ঘোষণা দিয়েছে উগান্ডা। করোনা প্রতিরোধে অপরিহার্য কর্মীদের শীঘ্রই টিকাদান কর্মসূচি শুরু করতে পরিকল্পনার কথাও জানিয়েছে পূর্ব আফ্রিকার দেশটি। সব শিক্ষার্থীর জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সুপারিশে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারের মুখপাত্র ডেনিস কাটুঙ্গির বরাতে বার্তা সংস্থা এমন খবর দিয়েছে। গত ডিসেম্বরে স্নাতক চূড়ান্ত পর্বের পরীক্ষার জন্য আংশিকভাবে শ্রেণিকক্ষের শিক্ষা চালু করা হয়েছিল। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।