মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাম মন্দিরের জন্য চাঁদা সংগ্রহ করা হচ্ছে পুরো ভারতজুড়ে। বিশ্ব হিন্দু পরিষদ ও একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ থেকে শুরু করে অভিনয়শিল্পীরাও অনুদান দিচ্ছেন সেখানে। এরই মধ্যে রাম মন্দিরের অনুদানের অর্থে মদপানের অভিযোগ উঠেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। মধ্যপ্রদেশের ঝাবুয়ার কংগ্রেস বিধায়ক কান্তিলাল ভুরিয়া সম্প্রতি এমন অভিযোগ তুলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস। কংগ্রেস বিধায়ক কান্তিলালের অভিযোগ, বিজেপি নেতারা রাম মন্দির নির্মাণের নামে দিনের বেলায় কোটি কোটি টাকা তুলছেন আর রাতে সেই অর্থ দিয়ে মদ খাচ্ছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজেপি নেতা বিশ্বাস সারং বলেন, কংগ্রেস সবসময়ই ভগবান রামের নামে মিথ্যা কথা বলে। রাজ্যটির প্রোটেম স্পিকার রামেশ্বর শর্মা বলেন, অনুদানের জন্য তোলা অর্থ সরাসরি রাম মন্দির ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে। কংগ্রেসের অভিযোগ ভিত্তিহীন। উল্লেখ্য, রাম মন্দির নির্মাণের জন্য অনুদান সংগ্রহ অভিযানে মাত্র তিনদিনের মধ্যেই ১০০ কোটি ভারতীয় রুপি সংগ্রহ করা হয়। ইন্ডিয়া টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।