Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাসের চাপায় বউ-শাশুড়ি নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৩১ এএম

ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণহারা বাসের চাপায় এক পুত্রবধূ ও তার শাশুড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ওই পরিবারের আরেক শিশুসহ দুজন। মঙ্গলবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার সটুরিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী জাহানারা বেগম (৫৫) তার ছেলে শরিফুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম (২০)।

এঘটনায় আহত হয়েছেন মরিয়মের দুই বছর বয়সী ছেলে আবু বক্কর ও ধামরাই উপজেলার বালিথা গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৫০)।

আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে নরসিংদী থেকে কাপড়বোঝাই বাসটি (সিলেট জ ১১-০২৬৬) কুষ্টিয়া যাচ্ছিল। দ্রুতগতির আরিচামুখী বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বাসটি মহাসড়কের পাশে ফুটওভার ব্রিজের নিচের সিঁড়ির উপরে উঠে পড়ে। এসময় সড়কে অপেক্ষমান জাহানারা, তার ছেলের বউ মরিয়ম ও ছোট শিশু বক্করসহ অপরজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান জাহানারা। গুরুতর আহত অবস্থায় অপর তিনজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে কতর্ব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন। আহত শিশুসহ অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনায় বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে।

গোলরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহত দুইজনের লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। তাদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা এলে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে। এছাড়া পলাতক পরিবহনের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ