Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে আটক ২

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ৮:০২ পিএম

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট তৈরি ও তা বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাব। এসময় জাল সার্টিফিকেট তৈরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামাদিও জব্দ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-৪ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।

এর আগে সোমবার রাতে আশুলিয়া থানাধীন এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৪ এর সদস্যরা।আটকেরা হলেন- গাইবান্ধা জেলার রবিউল আলম (৪২) ও দিনাজপুর জেলার বেল্লাল হোসেন (২২)।

র‌্যাব জানায়, রাতে আশুলিয়া থানাধীন এলাকায় একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল শিক্ষা সার্টিফিকেট তৈরির গোপন সংবাদ পায় র‌্যাব। পরে রাতে অভিযান চালিয়ে মৌসুমি ফোন এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান থেকে দুটি ভুয়া এইচএসসি সার্টিফিকেট ও শিক্ষাবোর্ডের ভুয়া সনদপত্র তৈরির কাজে ব্যবহৃত ১৫ টি খালি কাগজ উদ্ধার করা হয়। জব্দ করা হয় জাল সনদ তৈরিতে ব্যবহৃত একটি মনিটর, স্ক্যানার, কালার প্রিন্টার, সিপিইউ ও পেনড্রাইভ। এসময় আটক করা হয় জাল সনদ তৈরি চক্রের দুইজনকে।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন জাল সার্টিফিকেট তৈরি ও বিক্রির কথা স্বীকার করেছে। মঙ্গলবার তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাভার

২৫ ফেব্রুয়ারি, ২০২২
৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ