Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

রোহিঙ্গা ক্যাম্পে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার-২, অফিস সিলগালা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩১ পিএম

উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে চাকরি দেওয়ার নামে মাহিয়া ফাউন্ডেশন নামে একটি অনুমোদনহীন এনজিও-এর বিরুদ্ধে কোটি কোটি টাকা টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর রোববার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর আফতাবনগরে অভিযানে যায় র‌্যাব।

এসময় অফিসটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ হাজার সিভি জব্দ করে তারা। আটক করা হয় এনজিও’র ভাইস চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ ১০ জনকে।

পলাতক রয়েছে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাবরিনা বারী। এরইমধ্যে অফিসটি সিলগালা করে দেয়া হয়েছে বলে জানায় র‌্যাব সূত্র।
সূত্র মতে, আফতাবনগরে একটি বহুতল ভবনে অফিস ভাড়া নিয়ে মাহিয়া ফাউন্ডেশন নামে একটি এনজিও কয়েক মাস ধরে তাদের কার্যক্রম চালিয়ে আসছিলো।

চাকরি দেয়ার নাম করে চাকরি প্রার্থীদের প্রত্যেকের কাছ থেকে ৬৫ হাজার করে টাকা জামানতও নেয় তারা। মাহিয়া ফাউন্ডেশন, এনজিও ব্যুরোসহ বেশ কিছু দপ্তরের অনুমতিপত্র নকল করে এই কাজ করে আসছিল বলেও জানায় র‌্যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ