Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

দার্জিলিংয়ে ২ ডিগ্রি

ইনকিলাব ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ গোটা রাজ্যে এখন কনকনে শীত। সবচেয়ে ভয়াবহ ঠান্ডা দার্জিলিংয়ে, সোমবার তাপমাত্রা কমে ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। রোববার যেখানে তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি ছিল। উত্তুরে হাওয়ার প্রভাবে পশ্চিমবঙ্গে প্রচন্ড শীত নেমেছে। বাতাসে হিমের পরশ যেমন রয়েছে, তেমনই রয়েছে ঘন কুয়াশা। এ কারণে ভোরের দিকে যান চলাচল ব্যাহত হচ্ছে। এবিপি।


টাইগ্রে থমথমে
ইনকিলাব ডেস্ক : ইথিওপিয়া সরকার, ব্যক্তিগতভাবে, বাইডেন প্রশাসনকে তাদের যুদ্ধবিধ্বস্ত টাইগ্রে অঞ্চলটি স্বাভাবিক বলে জানালেও, প্রত্যক্ষদর্শীরা ভিন্ন এক চিত্র তুলে ধরেছেন ও তারা জানান, ভীতসন্ত্রস্ত জনগণ এখনো বুলেটে বিধ্বস্ত ঘরবাড়িতে লুকিয়ে রয়েছেন ও সেখানকার যুদ্ধের প্রভাব বিশাল এলাকাজুড়ে অনুভ‚ত হচ্ছে এবং খাদ্য পরিস্থিতি সেখানে অবর্ণনীয়। গত নভেম্বর মাসে, কেন্দ্রীয় ইথিওপিয়া সরকার ও তাদের টাইগ্রে প্রাদেশিক সেনাদের মধ্যে লড়াই শুরু হয় ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, প্রাণভয়ে জনগণ ফোনের মাধ্যমে কোনো তথ্য প্রকাশ করতে পারেন নি এবং সকল সাংবাদিকের তৎপরতা বন্ধকরে দেয়া হয়। ভিওএ।


জিম্বাবুয়েতে বৃদ্ধি
ইনকিলাব ডেস্ক : জিম্বাবুয়ে’র সরকারি স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, সাম্প্রতিক সময়ে কভিড-রোগী বৃদ্ধির কারণে, সরকার যে লক ডাউন ও কারফিউ’র সময়সীমা বৃদ্ধি করেছে, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা উন্নত না করলে, তাতে ফলাফল পাওয়া যাবে না ও জানুয়ারী মাসেই জিম্বাবুয়েতে ১,১৭৮ জন প্রাণ হারান। জিম্বাবুয়েতে আরো মারাত্মক প্রজাতির আগ্রাসী ভাইরাস দেখা দেয়ায়, সরকার সেখানে লক ডাউন ও কারফিউ’র সময়সীমা বৃদ্ধি করে ও সরকার ভ্যাকসিন সরবরাহ পাওয়ার প্রয়াস বৃদ্ধি করেছে ও চীন ও রাশিয়া জিম্বাবুয়েকে ভ্যাকসিন সরবরাহ করবে বলে জানিয়েছে। ভিওএ।


নেপালে বিক্ষোভ
ইনকিলাব ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত পাকিস্তানের দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মস‚চি পালিত হয়েছে। শনিবার ইন্ডিয়া ব্লুমস এ তথ্য জানায়। এএনআইর বরাত দিয়ে খবরে বলা হয়, পাকিস্তানে হিন্দুদের মন্দির ধ্বংস ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে কাঠমান্ডুতে অবস্থিত দেশটির দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন নেপালিরা। বিক্ষোভে প্রায় ৪০ জনের মতো নেপালি অংশ নেন। এসময় তারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। ইন্ডিয়া ব্লুমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ