Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া কে এই মিন্ট সুয়ে?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ১:১৬ পিএম

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে দেশটির সেনাবাহিনী। আজ সোমবার ভোরে অং সান সু চি ও তার দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি প্রেসিডেন্ট উইন মিন্তকেও গ্রেফতার করা হয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট মিন্ট সুয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। প্রশ্ন দেখা দিয়েছে কে এই মিন্ট সুয়ে?

অবশ্য এর আগেও মিন্ট সুয়ে মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। ২০১৮ সালের ২১ মার্চ দেশটির প্রেসিডেন্ট Htin Kyaw পদত্যাগ করলে মিন্ট সুয়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। মিন্ট সুয়ে ২০১১ সালের ৩০ মার্চ থেকে ২০১৬ সালের ৩০ মার্চ পর্যন্ত ইয়াঙ্গুন প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৬ সালের ৩০ মার্চ তিনি মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি দেশটির সেনাবাহিনীতে লেফটেন্যান্ট জেনারেল পদে দায়িত্ব পালন করছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ