Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

৫ আইনজীবী সরে গেলেন বিচার শুরুর আগেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের সিনেটে অভিশংসন বিচারের মুখে রয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিচার শুরু হওয়ার সপ্তাহখানেক আগে সরে দাঁড়িয়েছেন তার পক্ষের পাঁচ আইনজীবী। সংশ্লিষ্ট স‚ত্র জানিয়েছে, মূলত সাবেক প্রেসিডেন্টের আইনি কৌশল নিয়ে মতবিরোধের জেরেই সরে দাঁড়িয়েছেন তারা। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটলে উগ্র ট্রাম্প-সমর্থকদের হামলার পর ট্রাম্পকে অভিশংসনের পক্ষে রায় আইনসভার নিম্মকক্ষ প্রতিনিধি পরিষদ। ১৩ জানুয়ারি ২৩২-১৯৭ ভোটে পাস হয় প্রস্তাবটি। ১০ জন রিপাবলিকানও এতে সমর্থন দেন। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কংগ্রেসের নিম্ন কক্ষে অভিশংসিত হন ট্রাম্প। পরে চ‚ড়ান্ত অভিশংসনের জন্য প্রস্তাবটি সিনেটে পাঠাতে হয়। সেখানে এটি পাসের জন্য দুই-তৃতীয়াংশ সিনেটরের ভোটের প্রয়োজন হবে। সেক্ষেত্রে সব ডেমোক্র্যাটদের পাশাপাশি ১৭ জন রিপাবলিকান সিনেটরও ট্রাম্পের অভিশংসনের পক্ষে ভোট দিতে হবে। আগামী ৮ ফেব্রুয়ারি সিনেটে ট্রাম্পের এই অভিশংসন বিচার শুরুর কথা রয়েছে। জটিল রাজনৈতিক পরিস্থিতিতে এমনিতেই পছন্দের আইনজীবী খুঁজে পেতে রীতিমতো গলদঘর্ম হতে হচ্ছে ট্রাম্প শিবিরকে। এর মধ্যেই পাঁচ আইনজীবী তার সঙ্গ ছাড়লেন। এর মধ্যে ট্রাম্পের সম্ভাব্য লিগ্যাল টিমের শীর্ষস্থানীয় দুই সদস্য বুচ বাওয়ার্স ও ডেবরাহ বারবিয়ারও রয়েছেন। ফলে শেষ সময়ে এসে দৃশ্যত আইনি পরামর্শ পাওয়া নিয়েই বিপাকে পড়েছেন নির্বাচনে জালিয়াতির অভিযোগে অনড় থাকা ট্রাম্প। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএন-কে জানিয়েছে, পদত্যাগী আইনজীবীরা মূলত একজন প্রেসিডেন্টের অভিশংসন শুনানির বৈধতার বিষয়টিকে সামনে নিয়ে আসতে চাইছিলেন। অন্যদিকে ট্রাম্প চাইছেন, নির্বাচনে ব্যাপক জালিয়াতির মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছে; এমনটা প্রমাণ করুক আইনজীবীরা। মূলত এ নিয়ে দ্বন্দ্বের জেরেই সরে দাঁড়িয়েছেন তার লিগ্যাল টিমের পাঁচ সদস্য। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিচার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ