Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

গুয়ানতানামোয় স্থগিত

ইনকিলাব ডেস্ক : কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে থাকা বন্দিদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন। অধিকাংশ আমেরিকানকে বাদ দিয়ে অপরাধীদের ভ্যাকসিনের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, রিপাবলিকানদের এমন প্রতিক্রিয়ায় এ কর্মস‚চি থেকে সরে এসেছে দেশটি। শনিবার প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জন কিরবি টুইটবার্তায় বলেন, ‘আমরা পরিকল্পনা সামনে এগিয়ে নিচ্ছি না। বাহিনীর নিরাপত্তা বিধান পুনর্বিবেচনা করছি। মার্কিন বাহিনীকে নিরাপদ রাখার বাধ্যবাধকতার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ সিএনএন। এএফপি।


বাধ্যতামূলক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এ আদেশ জারি করে। আদেশে বলা হয়েছে করোনাভাইরাসের মোকাবিলার জন্য সব গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক। এই আদেশ স্থানীয় সময় সোমবার রাত ১১:৫৯ থেকে কার্যকর হবে। মিশিগান ইউনিভার্সিটির ১৪ জন শিক্ষার্থী যুক্তরাজ্য থেকে উদ্ভ‚ত নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে সাউথ ক্যারোলাইনার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে দক্ষিণ আফ্রিকা স্ট্রেইনের ভাইরাসটিতে দুইজন আক্রান্ত হয়েছেন। রয়টার্স।


নেপালে বার্ডফ্লু
ইনকিলাব ডেস্ক : বার্ডফ্লুর কারণে নেপালের রাজধানী কাঠমান্ডুতে হাজার হাজার হাস মুরগী ও পাখিজাতীয় জীবকে মেরে ফেলা হয়েছে। নেপালের কৃষি ও পশুপাখি বিষয়ক মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলেছে, রাজধানীর তারকেশ্বর মিউনিসিপালিটি-৭ এলাকায় একটি ফার্মে এই ফ্লু দেখা দেয়। এজন্য ১৮৬৫ টি হাস, ৬২২ টি কোয়েল, ৩২ টি মুরগী, ২৫ টি টার্কি মুরগী মেরে ফেলা হয়েছে। বিবিসি।


প্রত্যাখ্যান ইরানের
ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিক স¤প্রদায়ের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে যে কোনও আলোচনা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে ইরান। আগের চুক্তিতে কোনও পরিবর্তনেও অস্বীকৃতি জানিয়েছে তেহরান। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মন্তব্য করেন, এ সংক্রান্ত নতুন আলোচনায় সৌদি আরবকে অন্তর্ভুক্ত করা উচিত। তার ওই মন্তব্যের জবাবে শনিবার এ বিষয়ে নিজ দেশের অবস্থান পরিষ্কার করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আল-জাজিরা।


গুয়াতেমালার ২
ইনকিলাব ডেস্ক : মেক্সিকোর উত্তরাঞ্চলে চলতি মাসের প্রথমদিকে পাওয়া ১৯ লাশের মধ্যে চার জনের পরিচয় জিন প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়েছে, এদের দুই জন মেক্সিকোর ও দুই জন গুয়াতেমালার নাগরিক। শনিবার এক বিবৃতিতে দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত রাজ্য তামাউলিপাসের অ্যাটর্নি জেনারেলের দপ্তর এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, নিহত ওই চার জনের পরিবারের সহায়তায় তাদের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতদের সবাই নির্বিচার হত্যাকান্ডের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স।


সিরিয়ায় নিহত ৬
ইনকিলাব ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত সিরিয়া যখন ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছে, তখনই আফরিন প্রদেশে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২৫ জন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার আফরিন শহরের প্রাণকেন্দ্রের শিল্প এলাকায় গাড়িবোমা হামলা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সিরিয়ার সশস্ত্র কুর্দি বাহিনী এই হামলা চালিয়েছে। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ