Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলারোয়া পৌর নির্বাচনে জয় পেলেন তৃতীয় লিঙ্গের দিথী খাতুন

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ১১:২৩ এএম

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে আংটি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী তৃতীয় লিঙ্গের প্রার্থী দিথী খাতুন জয়লাভ করেছেন।
শনিবার (৩০ জানুয়ারি) রাতে ভোট গণনা শেষে কলারোয়া পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার নাজমুল কবীর এ তথ্য জানান।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ৭, ৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে দিথী খাতুন পেয়েছেন
২ হাজার ৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জবা ফুল প্রতীক নিয়ে হাসিনা আক্তার পেয়েছেন ১ হাজার ১৮৩ ভোট, আনারস প্রতীক নিয়ে শাহানাজ খাতুন পেয়েছেন ৮৬৪ ভোট, টেলিফোন প্রতীক নিয়ে জাহানারা খাতুন পেয়েছেন ৭৬৪ ভোট ও চশমা প্রতীক নিয়ে রুপা খাতুন পেয়েছেন ৫৮২ ভোট।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে দিথী খাতুন চুড়ি প্রতীক নিয়ে অংশগ্রহণ করে মাত্র ১১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। তবে, এবার বিপুল ভোটের ব্যবধানে জয় পেলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌর নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ