Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই হতে পালাতে গিয়ে ৭বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ১০:২৭ পিএম

কাপ্তাই হতে ঢাকায় পরিবহণ যোগে পালাতে গিয়ে ১৫ মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি কাপ্তাই থানা পুলিশের হাতে আটক। দীর্ঘ দিন যাবৎ পলাতক থাকার পর ১৫টি মামলার আসামি কাপ্তাই আফসারের টিলার মোঃ শাহাদাৎ হোসেনের ছেলে মোঃ সোহেল (২৬)কে কাপ্তাই থানা পুলিশ শনিবার (৩০ জানুয়ারি ) রাত সাড়ে আটটায় আটক করে।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ পীযূষ কান্তি দাশের গোপন তথ্যমতে এসআই কাজি গোলাম মহি উদ্দিন সহ কাপ্তাই থানার ওসি নাসির উদ্দিনের নেতৃত্বে নাইট কোচ থামিয়ে বড়ইছড়ি এলাকায় আটক করা হয়। কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন বলেন, উক্ত আসামির বিরুদ্ধে ৩টি সিআর, ২টি জিআর, ও ১০টি নরমাল জিআর বনমালা রয়েছে। কয়েকটিতে ৭বছর সাজা রয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি আদালতে আসামি কে সোপর্দ করা হবে বলে উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাঙ্গামাটি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ