বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তৃতীয় ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে নেত্রকোনা জেলার দূর্গাপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ আলাউদ্দিন ১১ হাজার ১ শত ২৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
শনিবার নেত্রকোনা জেলার দূর্গাপুর পৌরসভার নির্বাচন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।
রিটানিং অফিসার আব্দুল লতিফ শেখ জানান, দূর্গাপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০ হাজার ১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬ শত ৬৪ ও মহিলা ভোটার ১০ হাজার ৩ শত ৫৫ জন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০ হাজার ১৯ জন ভোটারের মধ্যে ১৪ হাজার ৭ শত ৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শতকরা ভোট প্রদানের হার ৭৫.৮৩ শতাংশ।
নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ আলাউদ্দিন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ১ শত ২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন (মাষ্টার) ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮ শত ৯৯ ভোট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা আব্দুল মান্নান হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২শত ৩১ ভোট। কমিউনিস্ট পার্টির মেয়র প্রার্থী শামছুল আলম খান কাস্তে প্রতীক নিয়ে পেয়েছেন ৫শত ৪৪ ভোট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।