মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাইলটসহ নিহত ৫
ইনকিলাব ডেস্ক : কিউবায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জনের প্রাণহানী ঘটেছে। শুক্রবার কিউবার পূর্বাঞ্চলীয় হলগুইন প্রদেশ থেকে গুয়ান্তানামো যাওয়ার পথে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে পাইলটসহ পাঁচ আরোহীর সবাই প্রাণ হারান। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সশস্ত্র মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে মন্ত্রণালয় একটি কমিশন গঠন করেছে। জানা গেছে নিহত সবাই কিউবান রেভ্যুলোশনারি আর্মড ফোর্সেস (এফএআর) এর সদস্য। এনডিটিভি।
ফাউচির শঙ্কা
ইনকিলাব ডেস্ক : মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, যুক্তরাষ্ট্রে বসন্তের শুরুতে নভেল করোনাভাইরাসের ব্রিটিশ স্ট্রেইন আরও শক্তিশালী হবে। তিনি বলেন, সত্যিকার আশঙ্কা হলো ব্রিটিশ ভ্যারিয়েন্ট মার্চের শেষ ও এপ্রিলের শুরুর দিকে আরও শক্তিশালী হবে। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। করোনাভাইরাসের নতুন স্ট্রেইন ৭০ শতাংশ বেশি সংক্রামক। এনডিটিভি।
অতিরিক্ত কর
ইনকিলাব ডেস্ক : চিকিৎসা উপকরণ ও সরঞ্জাম কিনতে এবং কোভিড-১৯ মহামারীতে হিমশিম খাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য প্রণোদনার অর্থ যোগাড়ে ধনী ব্যক্তিদের ওপর এককালীন কর আরোপ করছে আর্জেন্টিনা। দেশটির নাগরিকদের মধ্যে যাদের সম্পদের পরিমাণ ২৩ লাখ মার্কিন ডলারের বেশি তাদেরকে আর্জেন্টিনায় থাকা সম্পদের ওপর ৩ শতাংশের কাছাকাছি এবং বিদেশের সম্পদের ওপর ৫ শতাংশের বেশি কর দিতে হবে। এ সংক্রান্ত একটি আইন শুক্রবার থেকে কার্যকর হয়েছে। বিবিসি।
অমানবিক সিদ্ধান্ত
ইনকিলাব ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিন জনগণকে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইল। ইসরাইলি সংসদ নেসেট বলেছে, গাজা উপত্যকায় যেহেতু অবরোধের আওতায় রয়েছে সে কারণে গাজার লোকজন করোনাভাইরাসের টিকা পাবে না। ইসরাইলের ঘোষণা সম্পর্কে ফিলিস্তিনি নেতারা বলছেন, ২০১৪ সালে ইসরাইলি আগ্রাসনের সময় যেসব ইসরাইলি সেনা আটক হয়েছিল তাদেরকে মুক্ত করার জন্য টিকা না দেওয়ার ঘোষণা দিয়েছে তেল আবিব। হারেৎজ।
ওজনে বাড়বে
ইনকিলাব ডেস্ক : অনেকের মাথাব্যথা লেগেই আছে? দৃষ্টিশক্তি কমছে? আপনি ইডিয়োপ্যাথিক ইনট্রাক্রানিয়াল হাইপারটেনশনে ভুগছেন নাতো? যদি ওজন বাড়তে থাকে বা মেদ বৃদ্ধি পায়, তাহলে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। দেখা গেছে, অতিরিক্ত রক্তচাপ থাকে যাদের তাদের। ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রায়ানিয়াল হাইপারটেনশন অপটিক নার্ভকে চাপ দিতে থাকে। ফলে দৃষ্টি ঝাপসা হয়ে আসে। পাশাপাশি ডার্ক স্পট চোখে পড়ে। স্ট্রেস, কম ঘুম ও ডিহাইড্রেশনের ফলেও এই মাথা ব্যথা বাড়তে থাকে। এক্ষেত্রে ওজন কমানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।