Inqilab Logo

শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভাসানচর পৌঁছলো আরো ১ হাজার ৪৬৪ জন রোহিঙ্গা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ৭:০৭ পিএম

তৃতীয় দফায় নোয়াখালীর ভাসানচরে পৌঁছলো আরো ১হাজার ৪৬৪জন রোহিঙ্গা। এ দলে পুরুষ, নারী ও শিশু রয়েছে।

শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে এরা ভাসানচরে পা রাখেন। এরআগে শুক্রবার ভাসানচরে পৌঁছেছে ১হাজার ৮৭৮জন রোহিঙ্গা। শনিবার সকাল ৯টার দিকে রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর চারটি হাজার রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা হয়।

এছাড়া ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহে চতুর্থ দফায় আরো রোহিঙ্গা পরিবারকে ভাসানচর স্থানান্তরের প্রস্তুতি নেয়া হবে। গত ডিসেম্বরের ৪ ও ২৯তারিখে দুই দফায় ৩হাজার ৪৪৬জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ