Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামিল ছবির মাধ্যমে অস্কার লড়াইয়ে বাংলাদেশের নাম!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ৩:৫৫ পিএম

২৫ এপ্রিল অনুষ্ঠিতব্য ৯৩তম অস্কার আসরে বেশ প্রভাব বিস্তার করবে বাংলাদেশের নাম! দেশের ছবি নয়, তামিল ছবির মাধ্যমে সেটা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণ ভারতের ‘সুরারোই পোট্রু’ চলচ্চিত্রটি তৈরি হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপট ও কম দামে বিমানসেবা চালু হওয়া নিয়ে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনা ক্যাপ্টেন ছিলেন জি আর গোপীনাথ। সমরযুদ্ধে পারদর্শী এই কর্মকর্তা হঠাৎই অবসর নিয়ে নেন। প্রতিষ্ঠা করেন ভারতের অন্যতম এয়ারলাইন এয়ার ডেকান। সেটি নিয়েই তৈরি ‘সুরারোই পোট্রু’। সেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তামিল সুপারস্টার সুরিয়া।

ছবিটি গত বছরের ১২ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পায়। ইতোমধ্যে এটি বেশ প্রশংসিত হয়েছে। এবার অস্কারে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ওটিটি শাখা। যেখানে স্থান পেয়ে বেশ কয়েকটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ‘সুরারোই পোট্রু’।

সুধা কোঙ্গারা পরিচালিত এ ছবি প্রযোজনা করেছে রাজশেখর পান্ডিয়ান। তিনিই সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি প্রকাশ করেছেন। তিনি টুইটারে লেখেন, ‘‘হ্যাপি প্রজাতন্ত্র দিবস। ‘সুরারোই পোট্রু’ অস্কারের ওটিটি বিভাগের সাধারণ ক্যাটাগরিতে যুক্ত হয়েছে। ছবিটি সেরা অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, অরিজিনাল স্কোর ও অন্য ক্যাটাগরিতে লড়াই করছে।’’

তামিল ভাষা ছাড়াও মালায়লাম, কন্নড় ও তেলেগুতে ডাব করার কথা রয়েছে এটি। এতে সুরিয়াসহ আরও অভিনয় করেছেন অপর্ণা বালামুরালি ও মোহন বাবু।

এছাড়া এবারের ৯৩তম অস্কার আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে লড়বে দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’। যদিও দেশ থেকে প্রতি বছর ছবি পাঠানোর বিষয়টি আনুষ্ঠানিকতার মতোই! কারণ, ফলাফল শূন্য।

সূত্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ