Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভাসানচর পৌঁছলো আরো চার শতাধিক পরিবার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ৬:১২ পিএম

ভাসানচরে বসবাসরত স্বজনদের ডাকে সাড়া দিয়ে স্বেচ্ছায় আরো ৪ শতাধিক পরিবার আজ নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে পৌঁছেছে। দলটিতে ১হাজার ৮০৪জন পুরুষ, নারী ও শিশু রয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নৌবাহিনীর ৫টি জাহাজে করে এ দলটি ভাসানচর পৌঁছে। এরআগে বৃহস্পতিবার দুপুরে রোহিঙ্গাদের বাসযোগে কক্সবাজার থেকে চট্রগ্রাম নিয়ে আসা হয়। রাতে তারা বিএএফ শাহিন কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে অবস্থান করেন।

উল্লেখ্য, গত ৪টা ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর আসেন। ভাসানচরে সর্বাধিক নিরাপত্তা ও উন্নত পরিবেশের কথা জানিয়ে তারা স্বজনদের উদ্ভুদ্ধ করেন। এরপর স্বেচ্ছায় ভাসানচর আসার জন্য রোহিঙ্গারা কক্সবাজারে নাম লিপিবদ্ধ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ