বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভাসানচরে বসবাসরত স্বজনদের ডাকে সাড়া দিয়ে স্বেচ্ছায় আরো ৪ শতাধিক পরিবার আজ নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে পৌঁছেছে। দলটিতে ১হাজার ৮০৪জন পুরুষ, নারী ও শিশু রয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নৌবাহিনীর ৫টি জাহাজে করে এ দলটি ভাসানচর পৌঁছে। এরআগে বৃহস্পতিবার দুপুরে রোহিঙ্গাদের বাসযোগে কক্সবাজার থেকে চট্রগ্রাম নিয়ে আসা হয়। রাতে তারা বিএএফ শাহিন কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে অবস্থান করেন।
উল্লেখ্য, গত ৪টা ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর আসেন। ভাসানচরে সর্বাধিক নিরাপত্তা ও উন্নত পরিবেশের কথা জানিয়ে তারা স্বজনদের উদ্ভুদ্ধ করেন। এরপর স্বেচ্ছায় ভাসানচর আসার জন্য রোহিঙ্গারা কক্সবাজারে নাম লিপিবদ্ধ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।