Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বাসের ধাক্কায় ২ হোটেল ব্যবসায়ী নিহত

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ১২:৩৭ পিএম | আপডেট : ১:০১ পিএম, ২৯ জানুয়ারি, ২০২১

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক চাপায় চাঁদপুরের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে গজারিয়ার জামালদি বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হলেন পথচারী চাঁদপুরের ইসমাইল হোসেন(৩৫) ও আবুল কালাম মোল্লা(২৬)।

নিহতরা চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল এলাকার আলী মিয়ার ছেলে ইসমাইল হোসেন ও মুসলিম মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা।

ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন জানান, শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি ট্রাক ওই দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় । খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন। তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ