মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনের পশ্চিম তীরে নির্মাণাধীন একটি মসজিদ ভেঙে দিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। বুধবার সকালে ইসরাইলের কয়েকটি সামরিক যান আল-খলিল শহরের দক্ষিণে ইয়াতা শহরের প‚র্বদিকের এলাকার মসজিদসহ কয়েকটি স্থাপনা গুড়িয়ে দেয়। স্থানীয়দের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। সামরিক বাহিনী ১৪০ বর্গমিটার আয়তনের নির্মাণাধীন মসজিদটি গুঁড়িয়ে দেয়। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, দখলদারেরা মসজিদের কাছের একটি বিদ্যালয়ের ক‚পও ধ্বংস করে দিয়েছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ওই ক‚পের পানি ব্যবহার করতো। কিছুদিন আগে দখলদাররা জানিয়েছিল, মসজিদটি নির্মাণের জন্য অনুমতি নেয়া হয়নি। ফলে তা ভেঙে দেয়া হবে। পশ্চিমতীরে একটি অবৈধ ইহুুদি বসতির পাশে ইসরাইলি সেনারা গুলি করে এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে। আতাল্লাহ রাইয়ান নামে ১৭ বছর বয়সী কিশোর ওই ইহুদি বসতির কাছে পাহারারত সেনাদের হামলা চালাতে চেয়েছিল বলে মঙ্গলবার ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়। ইসরাইলের ওই বিবৃতিতে বলা হয়, পশ্চিমতীরে আরিয়েলে ইহুদি বসতির কাছে যেসব সেনা মোতায়েন রয়েছে, আতাল্লাহ রাইয়ান তাদের ওপর ছোরা হাতে হামলার চেষ্টা করছিল। সেনারা টের পেয়ে তাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে অনেকক্ষণ পড়ে থাকলেও ওই কিশোরকে হাসপাতালে নেওয়া হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই কিশোরটি মারা যায়। তবে ইসরাইলি কোনো সেনা হতাহত হয়নি বলেও দাবি করা হয় বিবৃতিতে। আনাদোলু, ওয়াফা ও আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।